নাদিম মোস্তফার বদলে নজরুলকে ধানের শীষ দেওয়ার নির্দেশ

একাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2018, 09:19 AM
Updated : 17 Dec 2018, 09:19 AM

নজরুল ইসলামের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আশরাফ আলী ও মিনহাজুল হক চৌধুরী। নাদিম মোস্তফার পক্ষে ছিলেন আঞ্জুম আরা বেগম।

মিনহাজুল হক চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, “নাদিম মোস্তফাকে রিটার্নিং অফিসারের দেওয়া ধানের শীষ প্রতীক বরাদ্দ কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুল জারির পাশাপাশি তার বরাদ্দ স্থগিত করেছে।

“একই সঙ্গে অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ওই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলামই।”

রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফা এবং নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে খেলাপী ঋণসহ কয়েকটি কারণে নাদিম মোস্তফার মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

তার পরিবর্তে এই আসনে নজরুল ইসলামকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিএনপি।

কিন্তু পেশায় আইনজীবী সাবেক সাংসদ নাদিম মোস্তফা নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেলে ওই আসনে তাকেই আবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে বিএনপি।

দলীয় হাই কমান্ডের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে এই রিট করেছিলেন অধ্যাপক নজরুল ইসলাম।

রিটে উল্লেখ করা হয়, নজরুল ইসলামকে বাদ দিয়ে নাদিম মোস্তফার মনোনয়ন গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী।