ভোলায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে; এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 05:34 PM
Updated : 16 Dec 2018, 06:42 PM

রোববার হাকিমুদ্দিন ও উদয়পুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার জানান।

ভোলা-২ আসনে নৌকার প্রার্থী আলী আজম এবং ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সকালে ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের আগমন উপলক্ষে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও মিছিল বের করে।

“এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে; যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।”

হামলার ছবি তুলতে গিয়ে দৈনিক মানবকণ্ঠের ভোলা প্রতিনিধি আফজাল হোসেন ও প্রথম আলোর নেয়ামত উল্লাহ আহত হয়েছেন বলে জানান তিনি।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে ওসি জানান।