রামগতিতে রবের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ধনের শীষ প্রার্থী আ স ম আবদুর রবের দুটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করে তালা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। 

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 04:22 PM
Updated : 16 Dec 2018, 04:22 PM

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব বলেন, বড়খেরী ও চরগাজী ইউনিয়নে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ আসনে জেএসডি নেতা রবের প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মহাজোটের শরিক যুক্তফ্রন্ট নেতা ও বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান।
তানিয়া রব সাংবাদিকদের বলেন, “স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বড়খেরী ও চরগাজী ইউনিয়নে দুটি নির্বাচনী কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তালা লাগিয়ে দেয়।

“তারা জেএসডি ও বিএনপি নেতাকর্মীদের এলাকা ছাড়তে হুমকি দিচ্ছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে মহড়া দিচ্ছে তারা।”

বিষয়টি তিনি থানা পুলিশকে জানিয়েছেন বলে জানান। 

রামগতি থানার ওসি আরিচুল হক বলেন, “হামলা-ভাঙচুর নয়। অফিসে তালা দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তিনি শোনেননি।