না’গঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থীর বৈঠক পণ্ড করার অভিযোগ

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে ধানের শীষ প্রার্থী এস এম আকরামের উঠান বৈঠক পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 03:13 PM
Updated : 16 Dec 2018, 03:39 PM

রোববার বিকালে সদর উপজেলার আলীরটেক বাজারে এই ঘটনা ঘটে বলে নাগরিক্ ঐক্য নেতা এস এম আকরামের অভিযোগ।

সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এস এম আকরাম বলেন, বিকাল ৩টার দিকে আলীরটেক বাজারে উঠান বৈঠকের প্রস্তুতিকালে জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমানের অনুসারী আলীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতির নেতৃত্বে দুই শতাধিক লোক সেখানে হামলা চালায়।

“এ সময় তারা উঠান বৈঠকের জন্য আয়োজন করা টেবিল-চেয়ার ভাংচুর করে এবং খাবার ফেলে দেয়। সেখানে দলের নেতাকর্মীদের সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি ধামকি দেয়।”

এ সময় আকরাম পাশের একটি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন এবং খবর পেয়ে সেখানে ছুটে যান বলে জানান তিনি।

আকরাম আরও বলেন, তার উঠান বৈঠকের স্থান দখল করে মহাজোট প্রার্থীর অনুসারী ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতির নেতৃত্বে দুই শতাধিক লোক সেখানে মহাজোট প্রার্থীর পক্ষে সভা করে।

এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হবে বলে তিনি জানান।

এস এম আকরামের মিডিয়া সেলের মুখপাত্র ইকবাল হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি এসপি ও থানার ওসিকে জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে আলীরটেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি বলেন, এই ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। তারা তো সেখান থেকে গণসংযোগ করে চলে গেছে।

“আমরা মহাজোট প্রার্থীর পক্ষে আলীরটেক বাজারে পূর্ব নির্ধারিত সভা করেছি।”

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির সেলিম ওসমান, বিএনপির এস এম আকরামসহ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।