শেরপুরের শ্রীবরদীতে ১৪৪ ধারা জারি

শেরপুরের শ্রীবরদীর ভারেরা এসপি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগ ও বিএনপি সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2018, 05:39 PM
Updated : 12 Dec 2018, 05:41 PM

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ আদেশ দেন।

শ্রীবরদী থানার ওসি রুহুল আলম তালুকদার জানান, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল ভারেরা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় পথসভার আয়োজন করেন। পরে একই স্থানে পথসভার আহ্বান করে স্থানীয় যুবলীগ।

“এতে করে উভয় দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেন।”

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে তিনি জানান।

মাহমুদুল হক রুবেল বলেন, “পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পথসভার আহবান করা হয়। আমাদের পথসভা বানচাল করতে যুবলীগ একই স্থানে পথসভার আয়োজন করে।”

অপরদিকে গোসাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী সাংসদ একেএম ফজলুল হকের সম্মতিক্রমে এখানে পথসভার আয়োজন করা হয়। পুলিশ এসে সভা বন্ধ করে দেয়।