মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে প্রচারে নামছেন ফখরুল

নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে  প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2018, 02:17 PM
Updated : 10 Dec 2018, 02:17 PM

সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের পরে এক প্রশ্নে তিনি বলেন, “আমি কাল ঠাকুরগাঁও যাব। সেখানে ভোটের প্রচারে অংশ নেব। এরপর বগুড়াও যাব। দুইদিন থেকে ঢাকায় ফিরে আসব।”

একাদশ নির্বাচনে মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনের প্রচার শুরু হচ্ছে আজ থেকে। আমরা এখন যা দেখছি এই নির্বাচনে কোনো সমতল ভূমি নেই।

“আমরা দেখছি যে, না আছে মিডিয়ার মধ্যে, না আছে সোশাল মিডিয়ার মধ্যে, না আছে প্রচারের মধ্যে। এমনকি আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ভৌতিক মামলায় এখনো গ্রেপ্তার করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “শুধু তাই নয় দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। জামিনের তারিখ তারা বার বার পিছিয়ে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছে যে, আমাদের সব শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ নেতারা কারাগারে আটক রয়েছেন। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকবে, সবাই যাতে প্রচার চালাতে পারে, কাজ করতে পারে তার পরিবেশ তৈরি করুন।”

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নির্বাচনে প্রার্থী মনিরুল হক চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকসহ নেতাদের অবিলম্বে মুক্তির দাবিও জানান তিনি।