ঢাকা মহানগরে ১৩০ প্রার্থী, ‘সিংহ’ কেবল হুদা

ঢাকা মহানগরীর ১৫ আসনে মোট ১৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন, যাদের মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আলোচিত রাজনীতিবিদ ব্যারিস্টার নাজমুল হুদা।

তাবারুল হকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2018, 01:29 PM
Updated : 16 Dec 2018, 11:31 AM

মনোনয়নপত্র বাছাই ও আপিল শেষে চূড়ান্তভাবে যোগ্য বিবেচিত এই প্রার্থীদের মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ করেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

এর মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-৮ আসনে। ১২৯ জন প্রার্থী নিবন্ধিত দল বা জোট থেকে নির্বাচন করছেন বলে তারা দলের জন্য নির্ধারিত প্রতীকই পেয়েছেন।  

ব্যতিক্রম কেবল তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা; দলের নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সিংহ প্রতীক নিয়ে ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে লড়বেন।  

হুদা যে আসনে ভোট করবেন, সেই ঢাকা-১৭ আসনে এবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের লাঙ্গলের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগের নৌকার মাঝি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। আর বিএনপির ধানের শীষ পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সাবেক এমপি আন্দালিব রহমান পার্থ।

২০১৪ সালের নির্বাচনে এ আসন থেকে জয়ী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এসএম আবুল কালাম আজাদ এবার টেলিভিশন প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে আছেন।

ঢাকা-৪ থেকে ঢাকা-১৮: কোন আসনে কে

 

ঢাকা-৪

 

প্রার্থী

দল

প্রতীক

সালাউদ্দিন আহমেদ

বিএনপি

ধানের শীষ

সৈয়দ আবু হোসেন বাবলা

জাতীয় পার্টি

লাঙ্গল

মো. আজাদ মাহমুদ

জাকের পার্টি

গোলাপ ফুল

মো. শাহ আলম

ইসলামী ঐক্যজোট

মিনার

মো. হাবিবুর রহমান শওকত

জাসদ

মশাল

সুমন কুমার রায়

ন্যাশনাল পিপলস পার্টি

আম

সহিদুল ইসলাম মোল্লা

গণফ্রন্ট

মাছ

সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মো. কবির হোসেন

বিকল্প ধারা

কুলা

 

 

 

 

ঢাকা-৫

 

হাবিবুর রহমান মোল্লা

আওয়ামী লীগ

নৌকা

মো. নবীউল্লা

বিএনপি

ধানের শীষ

এসএম আলতাফ হোসেন

গণফোরাম

উদীয়মান সূর্য

মীর আব্দুস সবুর

জাতীয় পার্টি

লাঙ্গল

আব্দুর রশিদ সরকার

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি

কুড়েঘর

মো. আব্দুল কাইয়ুম

ইসলামী ঐক্যজোট

মিনার

আরিফুর রহমান ওরফে সুমন মাস্টার

ন্যাশনাল পিপলস পার্টি

আম

মো. আলতাফ হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মো. রবিউল ইসলাম

জাকের পার্টি

গোলাপ ফুল

শামীম মিয়া

গণফ্রন্ট

মাছ

 

 

 

 

ঢাকা-৬

 

কাজী ফিরোজ রশিদ

জাতীয় পার্টি (মহাজোট)

নৌকা

সুব্রত চৌধুরী

গণফোরাম (ঐক্যফ্রন্ট)

ধানের শীষ

আহমেদ আলী শেখ

গণফ্রন্ট

মাছ

ববি হাজ্জাজ

বাংলাদেশ মুসলিম লীগ

হারিকেন

মো. আক্তার হোসেন

ন্যাশনাল পিপলস পার্টি

আম

মো. আবু তাহের হোসেন

সিপিবি

কাস্তে

সৈয়দ নাজমুল হুদা

জাতীয় পার্টি-জেপি

বাইসাইকেল

হাজী মো. মনোয়ার খান

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

 

 

 

 

ঢাকা-৭

 

হাজী মো. সেলিম

আওয়ামী লীগ

নৌকা

মোস্তফা মোহসীন মন্টু

গণফোরাম

ধানের শীষ

খালিকুজ্জামান

বাসদ

মই

তারেক আহমেদ আদেল

জাতীয় পার্টি

লাঙ্গল

বিপ্লব চন্দ্র বণিক

জাকের পার্টি

গোলাপ ফুল

মোহাম্মদ রিয়াজ উদ্দিন

গণফ্রন্ট

মাছ

মো. আফতাব হোসেন মোল্লা

বাংলাদেশ মুসলিম লীগ

হারিকেন

মো. আব্দুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মো. জাহাঙ্গীর হোসেন

বিএনএফ

টেলিভিশন

মো. মাসুদ পাশা

ন্যাশনাল পিপলস পার্টি

আম

মো. হাবিবুল্লাহ

বাংলাদেশ খেলাফত আন্দোলন

বটগাছ

 

 

 

 

ঢাকা-৮

 

রাশেদ খান মেনন

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি

নৌকা

মির্জা আব্বাস উদ্দীন আহমেদ

বিএনপি

ধানের শীষ

আবু নোমান ওরফে মোহাম্মদ জিয়াউল হক মজুমদার

ইসলামী ঐক্যজোট

মিনার

আবুল কালাম আজাদ

প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি

বাঘ

আব্দুস সামাদ সুজন

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট

টেলিভিশন

এস এম সরওয়ার

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

মোমবাতি

মো. আবুল কাশেম

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মো. ইউনুছ আলী আকন্দ

জাতীয় পার্টি

লাঙ্গল

সাবের আহাম্মদ ওরফে কাজী ছাব্বীর

ন্যাশনাল পিপলস পার্টি

আম

মো. জাকির হোসেন

গণফ্রন্ট

মাছ

নজরুল ইসলাম লিটন

জাকের পার্টি

গোলাপ ফুল

শম্পা বসু

বাসদ

মই

শমি আক্তার শিল্পী

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি

গাভী

হাসিনা হোসেন

বাংলাদেশ মুসলিম লীগ

হারিকেন

 

 

 

 

ঢাকা-৯

 

সাবের হোসেন চৌধুরী

আওয়ামী লীগ

নৌকা

আফরোজা আব্বাস

বিএনপি

ধানের শীষ

মাহফুজা আক্তার

ন্যাশনাল পিপলস পার্টি

আম

মো. মানিক মিয়া

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মো. শফিউল্লাহ চৌধুরী

বিএনএফ

টেলিভিশন

মো. আব্দুল মোতালেব

বাংলাদেশ মুসলিম লীগ

হারিকেন

মো. হুমায়ূন কবীর

জাকের পার্টি

গোলাপ ফুল

 

 

 

 

ঢাকা-১০

 

শেখ ফজলে নূর তাপস

আওয়ামী লীগ

নৌকা

আব্দুল মান্নান

বিএনপি

ধানের শীষ

কে এম শামসুল আলম

ন্যাশনাল পিপলস পার্টি

আম

মো. আব্দুল আউয়াল

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মো. বাহারানে সুলতান বাহার

প্রগতিশীল গণতান্ত্রিক দল

বাঘ

মো. হেলাল উদ্দীন

জাতীয় পার্টি

লাঙ্গল

 

 

 

 

ঢাকা-১১

 

এ কে এম রহমতুল্লাহ

আওয়ামী লীগ

নৌকা

শামীম আরা বেগম

বিএনপি

ধানের শীষ

এস এম ফয়সাল চিশতী

জাতীয় পার্টি

লাঙ্গল

মোজাম্মেল হক

গণফোরাম

উদীয়মান সূর্‍্য

মো. আব্দুল বাতেন

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি

কাঁঠাল

মো. আমিনুল ইসলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মো. মিজানুর রহমান

ন্যাশনাল পিপলস পার্টি

আম

শরীফ মো. মিরাজ হুসেইন

বাংলাদেশ মুসলিম লীগ

হারিকেন

 

 

 

 

ঢাকা-১২

 

আসাদুজ্জামান খাঁন কামাল

আওয়ামী লীগ

নৌকা

সাইফুল আলম নীরব

বিএনপি

ধানের শীষ

মোহাম্মদ শওকত আলী হাওলাদার

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

কোদাল

মো. নাসিরউদ্দিন সরকার

জাতীয় পার্টি

লাঙ্গল

শাহীন খান

ন্যাশনাল পিপলস পার্টি

আম

 

 

 

 

 

 

 

ঢাকা-১৩

 

মো. সাদেক খান

আওয়ামী লীগ

নৌকা

মো. আব্দুস সালাম

বিএনপি

ধানের শীষ

খান আহসান হাবিব

সিপিবি

কাস্তে

দুলাল কান্তি লালা

বিএনএফ

টেলিভিশন

মুহাম্মদ আব্দুল হাকিম

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

মোমবাতি

মো. কামরুল আহসান

বাংলাদেশ তরিকত ফেডারেশন

ফুলের মালা

মো. জিহাদুল করিম টিপু

প্রগতিশীল গণতান্ত্রিক দল

বাঘ

মো. মাহবুবুর রহমান

বিকল্প ধারা 

কুলা

মো. মুরাদ হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মো. শফিকুল ইসলাম

জাতীয় পার্টি

লাঙ্গল

 

 

 

 

ঢাকা-১৪

 

মো. আসলামুল হক

আওয়ামী লীগ

নৌকা

সৈয়দ আবু বক্কর সিদ্দিক

বিএনপি

ধানের শীষ

মো. আনোয়ার হোসেন

বিএনএফ

টেলিভিশন

মো. আবু ইউসুফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মোস্তাকুর রহমান

জাতীয় পার্টি

লাঙ্গল

মো. জাকির হোসেন

জাকের পার্টি

গোলাপ ফুল

রিয়াজ উদ্দিন

সিপিবি

কাস্তে

 

 

 

 

ঢাকা-১৫

 

কামাল আহমেদ মজুমদার

আওয়ামী লীগ

নৌকা

মো. শফিকুর রহমান

বিএনপি (জামায়াতে ইসলামী)

ধানের শীষ

সাজেদুল হক

সিপিবি

কাস্তে

এইচ এম গোলাম রেজা

বিকল্প ধারা 

কুলা

এসএম ইসলাম

বিএনএফ

টেলিভিশন

মো. আব্দুল মান্নান মিয়া

জাকের পার্টি

গোলাপ ফুল

মো. শামসুল আলম চৌধুরী

প্রগতিশীল গণতান্ত্রিক দল

বাঘ

মো. শামসুল হক

জাতীয় পার্টি

লাঙ্গল

মো. হেমায়েতুল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

সাইফুল ইসলাম

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি 

কাঁঠাল

 

 

 

 

ঢাকা-১৬

 

মো. ইলিয়াস উদ্দিন মোল্লা

আওয়ামী লীগ

নৌকা

মোহাম্মদ আহসানউল্লাহ হাসান

বিএনপি

ধানের শীষ

আলী আহম্মেদ

জাকের পার্টি

গোলাপ ফুল

নাঈমা খালেদ মনিকা

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

কোদাল

মহা. সিদ্দিকুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মো. ফরিদ উদ্দিন শেখ

ন্যাশনাল পিপলস পার্টি

আম

 

 

 

 

ঢাকা-১৭

 

আকবর হোসেন পাঠান ফারুক

আওয়ামী লীগ

নৌকা

আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি

ধানের শীষ

হুসেইন মোহাম্মদ এরশাদ

জাতীয় পার্টি

লাঙ্গল

আলী হায়দার

প্রগতিশীল গণতান্ত্রিক দল

বাঘ

আবুল কালাম আজাদ

বিএনএফ

টেলিভিশন

এসএম আহসান হাবিব

বাসদ

মই

কাজী মো. রাশিদুল হাসান

জাকের পার্টি

গোলাপ ফুল

মো. আমিনুল হক তালুকদার

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

এ কে এম সাইফুর রশিদ

বিকল্প ধারা 

কুলা

নাজমুল হুদা

স্বতন্ত্র (তৃনমূল বিএনপি)

সিংহ

 

 

 

 

ঢাকা-১৮

 

সাহারা খাতুন

আওয়ামী লীগ

নৌকা

শহিদ উদ্দীন মাহমুদ

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি

ধানের শীষ

মো. মাসুম বিল্লাহ

ন্যাশনাল পিপলস পার্টি

আম

মোহাম্মদ আব্দুল মোমেন

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

মোমবাতি

মো. আতিকুর রহমান নাজিম

বিএনএফ

টেলিভিশন

মো. আনোয়ার হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা

মো. রফিকুল ইসলাম

প্রগতিশীল গণতান্ত্রিক দল

বাঘ

মো. রেজাউল ইসলাম স্বপন

বাংলাদেশ মুসলিম লীগ

হারিকেন