বিএনপির মনোনয়ন পেলেন আরও ১৪ জন

একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট করতে দলের আরো ১৪ নেতাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 04:07 PM
Updated : 8 Dec 2018, 08:16 PM

এ নিয়ে বিএনপির প্রার্থী সংখ্যা দাঁড়াল ২২০ জনে। আগের দিন শুক্রবার দলের ২০৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার যারা বিএনপির মনোনয়ন পেয়েছেন তারা হলেন- চট্টগ্রাম -৮ আসনে এম মোরশেদ খান, সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-৬ আসনে ফয়সাল আহমেদ চৌধুরী, বরগুনা-২ খন্দকার মাহবুব হোসেন, গাইবান্ধা-২ আসনে আবদুর রশীদ সরকার, পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদার, নারায়ণগঞ্জ-১ কাজী মুনীর, ময়মনসিংহ-১ আলী আজগর, কুমিল্লা-৬ হাজী আমিন উর রশীদ ইয়াসিন, জামালপুর-১ রশীদুজ্জামান মিল্লাত, নেত্রকোনা-৫ আবু তাহের তালুকদার, চাঁদপুর-৩ শেখ ফরিদ উদ্দিন আহমেদ, টাইঙ্গাইল-৩ লুৎফর রহমান খান আজাদ ও সাতক্ষীরা-৩ ডাক্তার শহিদুল আলম।

তবে এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতাদের সাথে আসন ভাগাভাগি নিয়ে দিনভর বৈঠক করেন।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামকে পাঁচটি, নাগরিক ঐক্যকে পাঁচটি, জেএসডিকে পাঁচটি, কৃষক-শ্রমিক-জনতা লীগকে তিনটি এবং জাতীয় ঐক্য প্রক্রিয়াকে একটি আসনে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

অপরদিকে চারদলীয় জোট শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ১৯টি আসনে এবং অন্যান্য শরিকদের ১৭টি আসনে মনোনয়ন দেওয়ার খবর পাওয়া গেছে। তাদের নেতাদের মনোনয়নের সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলে জামায়াত নেতারা আশা করছেন।

দুয়েকটা আসন নিয়ে বিএনপির সঙ্গে এখনও দর কষাকষি করছে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম।

দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু রাতে গুলশানের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের বলেন, “আসন বণ্টন নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা বলেছি, যারা জনপ্রিয় ও যোগ্য তাদেরকেই আসন দেওয়া হোক।”

গণফোরাম কয়টি আসন পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা ১০/১২টা আসন চেয়েছি। এখন কতটা দেবে সেটা বিএনপির ওপর ছেড়ে দিয়েছি। কালকে ভোরে এসে আমরা চিঠিগুলো নিয়ে যাব।”

এদিকে চাঁদপুর-১ আসনে মনোনয়নপ্রত্যাশী কারাবন্দি নেতা আ ন হ এহছানুল হক মিলন, নারায়ণগঞ্জ-১ আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তৈমুর আলম খন্দকার, গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান, শেরপুর আসনে ফাহিম চৌধুরীর সমর্থকরা তাদের নেতাদের মনোনয়ন দিতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা দলের কার্যালয়ে ইটপাটকেলে নিক্ষেপ করে।