ঢাকা-১৭ তে নৌকার প্রার্থী ফারুক, আছেন এরশাদও

জোটের দর কষাকষি শেষ হওয়ার আগেই ঢাকা-১৭ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 02:58 PM
Updated : 7 Dec 2018, 03:04 PM

আওয়ামী লীগের জোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও রাজধানীর অভিজাত এই এলাকা থেকে নির্বাচন করতে চান। নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হয়েছে।

এই আসনে প্রাথমিকভাবে ফারুক ছাড়াও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খানকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ।

তবে শুক্রবার চিত্রনায়ক ফারুকের হাতেই দলীয় চূড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।

রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ২০০৮ সালে মহাজোটের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে ঢাকার এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন, এবারও মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি

এরপর ২০১৪ সালের নির্বাচনে এরশাদ ঢাকার এই আসনে মনোনয়নপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হন রংপুরের একটি আসন থেকে।

বিএনপি জোটের বর্জনের মধ্যে অনুষ্ঠিত ওই নির্বাচনে ঢাকা-১৭ থেকে সাংসদ নির্বাচিত হন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের চেয়ারম্যন এস এম আবুল কালাম আজাদ।

এরশাদ এবারও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে মন্তব্য করতে চাননি তার দলের কোনো নেতা। জাতীয় পার্টির চেয়ারম্যান ঢাকার এই আসন ছাড়াও রংপুর ও সাতক্ষীরার দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ফারুকের সঙ্গে এই আসনে বৈধ প্রার্থী হিসেবে তাদের জোটসঙ্গীদের মধ্যে এরশাদ ছাড়াও বিকল্প ধারার মাহি বি চৌধুরী ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল একেএম সাইফুর রশিদ রয়েছেন। এর মধ্যে মাহিকে মুন্সীগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

এছাড়া বিএনপির রুহুল আলম চৌধুরী এবং তাদের জোটসঙ্গী বিজেপির আন্দালিভ রহমান পার্থ ও জেএসডির নজরুল ইসলাম, বিএনএফের এসএম আবুল কালাম আজাদ, পিডিপির আলী হায়দার, বাসদের এসএম আহসান হাবিব, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, ইসলামী আন্দোলনের মো. আমিনুল হক তালুকদার ও স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ ওয়াকিল উদ্দিন আছেন প্রার্থী হিসেবে।