পীরগঞ্জের আসনটি শিরীন শারমিনকে ছেড়ে দিলেন হাসিনা

রংপুরে নিজের শ্বশুরবাড়ির আসনটি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 05:37 PM
Updated : 6 Dec 2018, 05:37 PM

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনা ও শিরীন শারমিন উভয়ের মনোনয়নপত্রই দাখিল করা হয়েছিল রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে।

গত ২৭ নভেম্বর রংপুরে গিয়ে নিজেরটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্রও দাখিল করেছিলেন স্পিকার।

সেদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন, কে নির্বাচন করবে।”

বৃহস্পতিবার পীরগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মীদের গণভবনে ডেকে তাদের উপস্থিতিতে শিরীন শারমিনের হাতে দলের চূড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেন আওয়ামী লীগ সভানেত্রী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার শিরীন শারমীন চৌধুরীকে দিয়েছেন।”

পীরগঞ্জের আসনটি ছেড়ে দেওয়ায় এখন শেখ হাসিনার কাছে শুধু পৈত্রিক এলাকা গোপালগঞ্জ-৩ আসনটি থাকল। টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত এই আসন থেকে বঙ্গবন্ধুকন্যা বরাবরই নির্বাচিত হয়ে আসছেন।

শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনে এই দুটি আসনে নির্বাচিত হয়েছিলেন। পরে পীরগঞ্জের আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে নির্বাচিত হন নোয়াখালীর মেয়ে শিরীন শারমিন।

আসনটিতে এবার বিএনপির দুজনের মনোনয়নপত্র জমা পড়েছে, তার মধ্যে কে হবেন ধানের শীষের প্রার্থী, তা এখনও ঠিক হয়নি।