বৈধ প্রার্থীদের গ্রেপ্তার না করার নির্দেশ দিন: ইসিকে ঐক্যফ্রন্ট

মনোনয়নপত্র বাছাইয়ের পর যাদের প্রার্থিতা বৈধ বলে স্বীকৃতি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা, তাদের গ্রেপ্তার না করার নির্দেশ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 05:25 PM
Updated : 3 Dec 2018, 05:38 PM

সোমবার ইসিকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান বিএনপিকে নিয়ে কামাল হোসেনের উদ্যোগে গঠিত এই জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা মহসিন মন্টু।

একই দিন নিজের নিরাপত্তা চেয়ে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করেছেন বরিশালে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে বিরোধী নেতা-কর্মীদের পুলিশ হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করছে বলে ঐক্যফ্রন্ট অভিযোগ করে আসছে। তবে সিইসি সেই অভিযোগ নাকচ করেছেন।

সিইসিকে ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক মন্টু স্বাক্ষরিত চিঠি নিয়ে সোমবার সন্ধ্যায় নির্বাচন ভবনে যান জোটের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম।

চিঠিতে বলা হয়, “আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেশের সবকিছু নির্বাচন কমিশনের আওতায় এসে যায়। সেই হিসেবে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার পর রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা যায় না। বিশেষ করে কোনো প্রার্থীকে হয়রানির প্রশ্নই আসে না।”

‘রাজনৈতিক মামলায়’ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিতেও ইসির প্রতি আহ্বান জানিয়েছে ঐক্যফ্রন্ট।

এদিকে বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন সিইসির সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের বলেন, “আমাকে হুমকি দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিক্ষের এ হুমকির কারণে আমরা প্রাণনাশের আশংকা তৈরি হয়েছে। একজনপ্রার্থী যেন সকল নিরাপত্তা সুবিধাপ্রাপ্ত হন, আমাকে সেই ধরনের নিরাপত্তা সুবিধা দেওয়ার জন্য সিইসিকে বলেছি।”