বাছাইয়ে বাদ ৭৮৬ মনোনয়নপত্র

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা পড়া ৩০৬৫টি মনোয়নপত্রের মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে উৎরাতে পেরেছে ২ হাজার ২৭৯টি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 04:01 PM
Updated : 2 Dec 2018, 04:01 PM

রোববার দেশের ৩০০ আসানের মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিংকর্মকর্তারা ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন বলে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অভিযোগ করেছে, বাদ পড়াদের মধ্যে ৮০ জনই ছিলেন তাদের প্রার্থী। 

তবে দেশের ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে কোন দলের কতজনের প্রার্থিতা বাতিল হয়েছে সে তথ্য ইসি দিতে পারেনি ।

বাদ পড়াদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত কেউ আছেন কি না- তাও জানাতে পারেননি নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

তারা বলছেন, মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত তথ্য একীভূত করার কাজ চলছে। সোমবার নাগাদ এ তথ্য জানানো হতে পারে।

বাদ পড়েছে কোথায় কত

বিভাগওয়ারি আসন

দাখিল মনোনয়নপত্রের সংখ্যা

বাছাইয়ে বাতিল

বৈধ প্রার্থীর সংখ্যা

রংপুর ৩৩

৩৫৩

৯১

২৬২

রাজশাহী ৩৯

৩৫৫

৯৬

২৫৯

খুলনা ৩৬

৩৫১

৯০

২৬১

বরিশাল ২১

১৮৩

৩৮

১৪৫

ময়মনসিংহ ২৪

২৩১

৬২

১৬৯

ঢাকা ৭০

৭৩১

১৯২

৫৩৯

সিলেট ১৯

১৮৪

৪৪

১৪০

চট্টগ্রাম ৫৮

৬৭৭

১৭৩

৫০৪

৩০০ আসন

৩০৬৫টি

৭৮৬টি বাদ

২২৭৯টি বৈধ

আগামী ৩০ ডিসেম্বর ভোট সামনে রেখে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে।

তার আগে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের (গ্রহণ ও বাতিল) বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ৬ থেকে ৮ ডিসেম্বর এসব আপিলের শুনানি করে তা নিষ্পত্তি করবে কমিশন।

৬টির বেশি মনোনয়ন বাতিল যেসব আসনে

ঢাকা-১৭ আসনে ২৭টির মধ্যে ১১টি; ফরিদপুর-৪ আসনে ১৪টির মধ্যে ১০টি; ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২৭টির মধ্যে ১১টি; ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১৬টির মধ্যে ১০টি; কুমিল্লা-৩ আসনে ২৭টির মধ্যে ১০টি বাতিল হয়েছে।

বগুড়া-৭ আসনে ১৪টির মধ্যে ৭টি; রাজশাহী-১ আসনে ১২টি মধ্যে ৮টি; যশোহর-২ আসনে ১৫টির মধ্যে ৭টি; ময়মনসিংহ-৩ আসনে ১৭টির মধ্যে ১০টি; কিশোরগঞ্জ-২ আসনে ১০টির মধ্যে ৭টি; ঢাকা-৮ আসনে ২২টির মধ্যে ৭টি বাতিল হয়েছে।

কারো মনোনয়নপত্র বাতিল হয়নি ৩৫ আসনে

ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, জয়পুরহাট-২, চাঁপাইনবাবগঞ্জ-৩, নওগাঁ-২, নাটোর-৩, পাবনা-২ ও ৪, কুষ্টিয়া-৩, বাগেরহাট-৩, খুলনা-১, ৩, ৪, ৫, সাতক্ষীরা-৩, পটুয়াখালী-৪, ভোলা-৩, বরিশাল-৪ ও ৫, পিরোজপুর-২, টাঙ্গাইল-২, ৫, জামালপুর-২, নেত্রকোণা-৩, ঢাকা-১২ ও ১৩, নরসিংদী-৪, গোপালগঞ্জ-২, মৌলভীবাজার-৪, কুমিল্লা-৭, চাঁদপুর-৩, ফেনী-২, নোয়াখালী-৫, লক্ষ্মীপুর-৩, কক্সবাজার-১ আসনে কারও মনোনয়ন বাতিল হয়নি।