‘ঋণ ও বিল খেলাপি’ আফরোজার প্রার্থিতা বাতিল

টেলিফোন বিল বিল বকেয়া ও ঋণ খেলাপি হওয়ায় ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 11:22 AM
Updated : 2 Dec 2018, 11:22 AM

রোববার রিটার্নিং অফিসার ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় বলেন, “বাংলাদেশ ব্যাংক থেকে আফরোজা আব্বাসকে ঋণ খেলাপি হিসেবে অবহিত করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও অগ্রণী ব্যাংকে তিনি ঋণ খেলাপি। এছাড়া ঢাকা টেলিফোনেও তিনি দায়বদ্ধ। ডাচ বাংলা ব্যাংকেও গ্যারান্টর হিসেবে তিনি ঋণ ফেলাপি।”

এ সময় মির্জা আব্বাস তার স্ত্রীর বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে বলেন, উচ্চ আদালতের আদেশ আছে। আদেশে এসব অভিযোগ স্থগিত রেখেছেন। রিটার্নিং কর্মকর্তা তখন এ বিষয়ে দুই ঘণ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে লিখিত নিয়ে আসতে তাকে সময় দেন।

বিএনপির স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস দুই ঘণ্টার মধ্যে তা আনতে না পারায় আফরোজার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঢাকা-৯ আসনের বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।