দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত এই তালিকাকে ‘বিশেষভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে দলটির বিভিন্ন পর্যায়ের ১১০ জন নেতার নাম রয়েছে।
বুধবার সকালে দলের সভাপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে হাওলাদার ২২০ জনকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়ার কথা জানালেও তালিকায় রয়েছে ১১০ জনের নাম।
এরশাদ ‘অসুস্থ’ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি থাকলেও তালিকাটি অনুমোদন দিয়েছেন বলে জানান হাওলাদার।
বাকি ১১০ জনের নাম তালিকায় নেই কেন সে প্রশ্নের জবাবে তিনি বলেন, “ধীরে ধীরে সবার নাম প্রকাশ করা হবে।”
বুধবারই ছিল দলীয় মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। বাকি ১০৯ জনের ভাগ্যে আসলেই কী আছে, সংবাদ সম্মেলনে তা খোলাসা করেননি জাতীয় পার্টির মহাসচিব।
পরে দলটির দপ্তর থেকে বলা হয়, বাকি ১১০ জনের মধ্যে নতুন করে কাউকে আর চিঠি না পাঠানোর সম্ভাবনাই বেশি।
নির্বাচনী প্রচারের শুরুতে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ বলেছিলেন, তারা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবেন।
পরে বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলে সুর বদলে যায় তার। তার দল থেকে সিদ্ধান্ত জানানো হয়, নবম সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে জোট বাঁধবে তারা।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন এরশাদের দল জাতীয় পার্টি সমঝোতার ভিত্তিতে আলাদাভাবে অংশ নিলেও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেই অংশ নিয়েছিল। ২০০৮ সালে ২৭টি আসন জয়ী জাতীয় পার্টির এখন সংসদে আসন ৩৪টি।
এবার আওয়ামী লীগের পক্ষ থেকে মহাজোটের শরিক দলগুলোর জন্য ৬৫ থেকে ৭০টি আসন তারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে তাদের ১৪ দলীয় জোট শরিকদের ১৩ আসন ইতোমধ্যে দেওয়া হয়েছে। বি চৌধুরীর দল যুক্তফ্রন্টকেও আসন ছাড়তে হবে তাদের।
জাতীয় পার্টি অর্ধশত আসন পেতে জোর চেষ্টা চালাচ্ছে বলে দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে মহাসচিব হাওলাদার সাংবাদিকদের প্রশ্ন বারবারই এড়িয়ে যাচ্ছেন ‘আলোচনা চলছে’ বলে।
বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মহাজোটের কথা বিবেচনায় রেখে আমাদের ছাড় দিতে হচ্ছে। সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব না।
“মানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে, নির্বাচনে জয়ের সামর্থ্য আছে এবং জয়ী হবার সম্ভাবনা আছে, তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় পার্টি থেকে।”
জাপার মনোনয়নে ‘মোটা অঙ্কের টাকার দুর্নীতি’ হয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরা।
জাতীয় পার্টির তালিকা
ক্রমিকনং | প্রার্থীনাম | আসন |
১. | হুসেইন মুহম্মদ এরশাদ | রংপুর-৩ |
২. | হুসেইন মুহম্মদ এরশাদ | ঢাকা-১৭ |
৩. | বেগম রওশন এরশাদ | ময়মনসিংহ-৪ |
৪. | বেগম রওশন এরশাদ | ময়মনসিংহ-৭ |
৫. | এ বি এম রুহুল আমিন হাওলাদার | পটুয়াখালী-১ |
৬. | ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ | চট্টগ্রাম-৫ |
৭. | কাজী ফিরোজ রশীদ | ঢাকা-৫ |
৮. | জিয়া উদ্দিন বাবলু | কক্সবাজার-৩ |
৯. | মশিউর রহমান রাঙা | রংপুর-১ |
১০. | মজিবুল হক চুন্নু | কিশোরগঞ্জ-৩ |
১১. | নাসরিন জাহান রত্না | বরিশাল-৬ |
১২. | আলহাজ্ব শওকত চৌধুরী/আদেলুর আদেল | নীলফামারী-৪ |
১৩. | ড. আক্কাস আলী সরকার | কুড়িগ্রাম-৩ |
১৪. | ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী | গাইবান্ধা-৩ |
১৫. | এ কে এম মোস্তাফিজুর রহমান | কুড়িগ্রাম-১ |
১৬. | শরিফুল ইসলাম জিন্নাহ | বগুড়া-২ |
১৭. | নুরুল ইসলাম ওমর | বগুড়া-৬ |
১৮. | রুস্তম আলী ফরাজী | ফিরোজপুর-৩ |
১৯. | সালাউদ্দিন আহমেদ মুক্তি | ময়মনসিংহ-৩ |
২০. | ফখরুল ইমাম | ময়মনসিংহ-৫ |
২১. | সৈয়দ আবু হোসেন বাবলা | ঢাকা-৪ |
২২. | লিয়াকত হোসেন খোকা | নারায়ণগঞ্জ-৩ |
২৩. | সেলিম ওসমান | নারায়ণগঞ্জ-৫ |
২৪. | পীর ফজলুর রহমান মেজবাহ | সুনামগঞ্জ-৫ |
২৫. | ইয়াহহিয়া চৌধুরী | সিলেট-২ |
২৬. | সেলিম উদ্দিন | সিলেট-৫ |
২৭. | আমির হোসেন ভুঁইয়া | কুমিল্লা-২ |
২৮. | নুরুল ইসলাম মিলন | কুমিল্লা-৮ |
২৯. | গোলাম মোহাম্মদ কাদের | লালমনিরহাট-৩ |
৩০. | সুনীল শুভ রায় | খুলনা-১ |
৩১. | লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী | ফেনী-৩ |
৩২. | মাসুদ পারভেজ (সোহেল রানা)/ ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন | বরিশাল-২ |
৩৩. | আতিকুর রহমান | হবিগঞ্জ-১ |
৩৪. | দিলারা খন্দকার | গাইবান্ধা-৩ |
৩৫. | রেজাউল ইসলাম ভুঁইয়া | ব্রাহ্মণবাড়িয়া-২ |
৩৬. | পনির উদ্দিন আহমেদ | কুড়িগ্রাম-২ |
৩৭. | শাহরিয়ার জামিল | কুষ্টিয়া-১ |
৩৮. | মোঃ আবু তালহা | নাটোর-১ |
৩৯. | দেলোয়ার হোসেন | দিনাজপুর-৬ |
৪০. | আশরাফ-উদ-দৌলা | কুড়িগ্রাম-৪ |
৪১. | আবু নাসের ওয়াহেদ ফারুক (ইসলামী জোট) | নোয়াখালী-১ |
৪২. | আবুল হোসেন | রাজশাহী-৫ |
৪৩. | আজাহার হোসেন | সাতক্ষীরা-২ |
৪৪. | সফিকুল ইসলাম সেন্টু | ঢাকা-১৩ |
৪৫. | মিজানুর রহমান | বরগুনা-২ |
৪৬. | মাহমুদুল ইসলাম চৌধুরী | চট্টগ্রাম-১৬ |
৪৭. | - | - |
৪৮. | খালেদ আখতার | লালমনিরহাট-১ |
৪৯. | সোলাইমান আলম শেঠ | পার্বত্যখাগড়াছড়ি |
৫০. | জাফর ইকবাল সিদ্দিকী | নীলফামারী-১ |
৫১. | মোঃ হাফিজ উদ্দিন আহমেদ | ঠাকুরগাঁও-৩ |
৫২. | এইচ.এম. গোলাম শহীদ রঞ্জু | গাইবান্ধা-৫ |
৫৩. | ফারুক কাদের | নীলফামারী-৩ |
৫৪. | এম.এ. কুদ্দুস খান | ঝালকাঠি-১ |
৫৫. | হাজী মোঃ ইলিয়াস | কক্সবাজার-১ |
৫৬. | শফিউল্লাহ আল মনির | টাঙ্গাইল-৫ |
৫৭. | সোমনাথ দে | বাগেরহাট-৪ |
৫৮. | শফিকুল ইসলাম মধু | খুলনা-৬ |
৫৯. | মজিবুর রহমান সেন্টু | নাটোর-২ |
৬০. | মোঃ আজম খান | নরসিংদী-২ |
৬১. | ইকবাল হোসেন রাজু | কুমিল্লা-৪ |
৬২. | জহিরুল হক | যশোর-৪ |
৬৩. | কাজী মামুনুর রশীদ | ব্রাহ্মণবাড়িয়া-৫ |
৬৪. | দিদারুল আলম দিদার | চট্টগ্রাম-৪ |
৬৫. | মিল্টন মোল্লা | নড়াইল-১ |
৬৬. | শংকর পাল | হবিগঞ্জ-২ |
৬৭. | জহিরুল ইসলাম জহির | টাঙ্গাইল-৭ |
৬৮. | মোস্তফা সেলিম বেঙ্গল | রংপুর-৪ |
৬৯. | তোফাজ্জল হোসেন | নওগাঁ-৩ |
৭০. | আব্দুস সবুর আসুদ | ঢাকা-৫ |
৭১. | আবুল কাশেম রিপন | জয়পুরহাট-২ |
৭২. | মো.মহিবুল্লাহ | কক্সবাজার-২ |
৭৩. | মো. ইলিয়াস উদ্দিন | শেরপুর-১ |
৭৪. | মো. নেওয়াজ উদ্দিন ভুঁইয়া | নরসিংদী-৪ |
৭৫. | কাজী আশরাফ সিদ্দিকী | টাঙ্গাইল-৮ |
৭৬. | সৈয়দ দিদার বখত | সাতক্ষিরা-১ |
৭৭. | আসাদুজ্জামান চৌধুরী (শাবলু) | রংপুর-২ |
৭৮. | এস.এম. ফখর উজ জামান | রংপুর-৫ |
৭৯. | আ.স.ম. মোক্তাদির তিতাস | জয়পুরহাট-১ |
৮০. | গোলাম মোস্তফা বাবু | বগুড়া-১ |
৮১. | রাহেলা পারভীন শিশির | গাজীপুর-৫ |
৮২. | মো. এনামুল হক | নওগাঁ-৪ |
৮৩. | আলাউদ্দিন মৃধা | নাটোর-৪ |
৮৪. | শেখ মো. সিরাজুল ইসলাম | মুন্সিগঞ্জ-২ |
৮৫. | শাহাবুদ্দিন বাচ্চু | রাজশাহী-৩ |
৮৬. | মো. আশরাফুজ্জামান হাসান | রাজবাড়ী-১ |
৮৭. | কামরুজ্জামান স্বাধীন | ঝিনাইদহ-৩ |
৮৮. | দেলোয়ার হোসেন | ঢাকা-৯ |
৮৯. | মোবারক হোসেন আজাদ | নোয়াখালী-৪ |
৯০. | মোস্তফা আল মাহমুদ | জামালপুর-২ |
৯১. | জুলফিকার হোসেন | দিনাজপুর-২ |
৯২. | সেকেন্দার আলী মনি | বাগেরহাট-৩ |
৯৩. | মোস্তাকুর রহমান মোস্তাক | ঢাকা-১৪ |
৯৪. | জসীমউদ্দিন ভুঁইয়া | নেত্রকোণা-৩ |
৯৫. | ফজলে এলাহী সোহাগ | নোয়াখালী-৩ |
৯৬. | ওসমান আলী | সিলেট-৩ |
৯৭. | আব্দুস সাত্তার মোড়ল | সাতক্ষিরা-৪ |
৯৮. | জহিরুল আলম রুবেল | মানিকগঞ্জ-৩ |
৯৯. | এম.এ. মান্নান | মানিকগঞ্জ-১ |
১০০. | তারেক আহমেদ আদেল | ঢাকা-৭ |
১০১. | গোলাম কিবরিয়া টিপু/ ফখরুল আহসান শাহজাদা | বরিশার-৩ |
১০২. | মনিরুল ইসলাম মিলন | চাঁদপুর-৪ |
১০৩. | মো. হাসান মঞ্জুর | নোয়াখালী-২ |
১০৪. | লুৎফর রেজা খোকন | কুমিল্লা-৭ |
১০৫. | মো. শাহীনুর ইসলাম | দিনাজপুর-১ |
১০৬. | নাসিম উদ্দিন বায়েজিদ | নোয়াখালী-৬ |
১০৭. | সাইফুল ইসলাম | পটুয়াখালী-৩ |
১০৮. | আনোয়ার হোসেন | পটুয়াখালী-৪ |
১০৯. | এ কে এম মর্তুজা আবেদিন | বরিশাল-৫ |
১১০. | আবু সালেহ | পঞ্চগড়-১ |
১১১. | কাজী মো. মশিউর রহমান | গাইবান্ধা-৪ |