ইভিএমের ছয় আসনে ২১ লাখ ভোটার

নির্বাচন কমিশন লটারির মাধ্যমে যে ছয়টি আসন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য বেছে নিয়েছে, তাতে ২১ লাখ ২৪ হাজার ৪১১ জন ভোটার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে যন্ত্রের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

মঈনুল হক চৌধুরীও কাজী নাফিয়া রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 04:28 PM
Updated : 26 Nov 2018, 05:54 PM

আগামী ৩০ ডিসেম্বর ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনের ৮০০ কেন্দ্রের প্রায় ৪২৬৭টি ভোটকক্ষে ইভিএমে ভোট হবে। বিএনপিসহ অধিকাংশ দলের আপত্তির মধ্যেই এবার সংসদ নির্বাচনে যন্ত্রে ভোট হতে যাচ্ছে ইসি।

নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ইভিএম ব্যবহারের যোগ্য বিবেচিত ৪৮টি আসন বাছাই করেছিল। তার মধ্যে থেকে শহরাঞ্চলের ছয়টি আসনকে সোমবার দ্বৈবচয়নের ভিত্তিতে চূড়ান্ত করা হয়। ইসির সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগামের মাধ্যমে এই লটারির কাজটি সারেন ইসির সিনিয়র মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন।

তিনি জানান, সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ১% সমর্থন তালিকার মধ্যে যে পদ্ধতিতে (র‌্যানডম স্যম্পলিং) স্বাক্ষর যাচাই করা হয়; একই পদ্ধতিতে ইভিএমের কেন্দ্র বাছাই করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “দেশের ৩০০ আসনের মধ্যে সীমিত পরিসরে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয় কমিশন। এর মধ্যে মাত্র ছয়টি আসন খুবই নগন্য। পরীক্ষামূলকভাবে শহরাঞ্চলে ইভিএম ব্যবহার করা হবে।”

রংপুর-৩

রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা

ভোটার সংখ্যা ৪৪১৬৭৩ জন

সম্ভাব্য ভোটকেন্দ্র ১৩০, ভোটকক্ষ ৯১০

বর্তমান এমপি জাতীয় পার্টির এইচ এম এরশাদ

খুলনা-২

সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড ও ৩১ নম্বর ওয়ার্ড নিয়ে খুলনা-২ আসন

ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬২ জন

সম্ভাব্য ভোটকেন্দ্র ১৫৭, ভোটকক্ষ ৬৮২

বর্তমান এমপি আওয়ামী লীগের মিজানুর রহমান

সাতক্ষীরা-২

সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে সাতক্ষীরা-২ আসন

ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ২৬৮ জন

সম্ভাব্য ভোটকেন্দ্র ১৩৭, ভোটকক্ষ ৬৯৮

বর্তমান এমপি আওয়ামী লীগ মীর মোশতাক আহমেদ রবি

চট্টগ্রাম-৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫ থেকে ২৩ নম্বর ওয়ার্ড এবং ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-৯ আসন

ভোটার সংখ্যা ৩ হাজার ৯০৩৬৩ জন

সম্ভাব্য ভোটকেন্দ্র ১৪৪, ভোটকক্ষ ৭৪৩

বর্তমান এমপি জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু

ঢাকা-১৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১৩ আসন

ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ ৭২ হাজার ৭৬৯ জন

সম্ভাব্য ভোটকেন্দ্র ১৩৪, ভোটকক্ষ ৭০১

বর্তমান এমপি আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক

ঢাকা-৬

দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-৬ আসন

ভোটার সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ২৭৬ জন

সম্ভাব্য ভোটকেন্দ্র ৯৮, ভোটকক্ষ ৫৩৩

বর্তমান এমপি জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ

প্রয়োজন সাড়ে ৪ হাজার ইভিএম

নির্বাচন কমিশন জানিয়েছে, আসন প্রতি গড়ে ১৫০টি কেন্দ্র বিবেচনায় এ নির্বাচনে ছয়টি আসনে আনুমানিক ৯০০টি কেন্দ্রে ভোটগ্রহণ হতে পারে। ভোটের অন্তত ২৫ দিন আগে এসব কেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করার কথা রয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, প্রতিটি কেন্দ্রে গড়ে পাঁচটি ভোটকক্ষ থাকে। ৪০০-৫০০ ভোটারের জন্য প্রতি ভোটকক্ষে থাকবে একটি করে ইভিএম। কোনো ধরনের ত্রুটি দেখা গেলে ‘স্ট্যান্ডবাই’ হিসেমবে রাখা হবে তিনটি করে ইভিএম।

এই হিসাবে ছয় কেন্দ্রে ভোটের জন্য কমপক্ষে সাড়ে চার হাজার ইভিএম লাগবে। এর দ্বিগুণের বেশি প্রস্তুত রাখা হবে জরুরি প্রয়োজনে।