২২৪ প্রার্থী চূড়ান্ত করেছে জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পার্লামেন্টারি বোর্ড একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ২২৪ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 12:58 PM
Updated : 20 Nov 2018, 12:58 PM

দলীয় সভাপতি ও পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্লামেন্টারি বোর্ডের সভায় এই তালিকা চূড়ান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন পার্লামেন্টারি বোর্ডের সদস্য শিরীন আখতার, রবিউল আলম, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান শওকত, আফরোজা হক রীনা। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন।

পার্লামেন্টারি বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়, ১৪ দল ও মহাজোটের নির্বাচনী ঐক্যের স্বার্থে প্রয়োজনে জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত দেওয়া হলে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।

জাসদ গত নির্বাচনেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের হয়ে অংশ নিয়েছিল। সেবার তারা পাঁচটি আসনে জয়ী হয়।