বিকল্প ধারার মনোনয়ন ফরম বিতরণ শুরু মঙ্গলবার

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 05:12 PM
Updated : 13 Nov 2018, 08:22 AM

সংলাপ শেষে গণভবন থেকে বেরিয়ে যাচ্ছেন যুক্তফ্রন্ট নেতা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

মঙ্গলবার বিকাল ৩টায় বিকল্প ধারার সভাপতি বি চৌধুরী এই মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম সারোয়ার মিলন।

তিনি জানান, ২২ নভেম্বর পর্যন্ত ফরম বিতরণ চলবে।

মিলন জানান, যুক্তফ্রন্ট ও বিকল্পধারার ফরমের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। ফরম জমা দেওয়ার সময় ২০ হাজার টাকা দিতে হবে।

মনোনয়ন প্রার্থী সাক্ষাৎকার গ্রহণ করা হবে ২৩ ও ২৪ নভেম্বর।

রাজধানীর মধ্য বাড্ডা লিংক রোডের ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারার নতুন নির্বাচনী কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে। 

কামাল হোসে নের জাতীয় ঐক্যফ্রন্টে যোগ না দেওয়ার পর এখন পর্যন্ত আলাদাভাবেই চলছে বিকল্প ধারা। তবে তাদের সঙ্গে ঐক্যের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকল্প ধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে রয়েছে নাজিম উদ্দিন আল আজাদের বিএলডিপি, জেবেল রহমান গানির বাংলাদেশ ন্যাপ, খোন্দকার গোলাম মোর্ত্তুজার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, শেখ আসাদুজ্জামানের বাংলাদেশ জনতা পার্টি, মাহবুবুর রহমান জয় চৌধুরীর জনদল, দীলিপ কুমার দাশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্ট, হামদুল্লাহ আল মেহেদীর লেবার পার্টি।