নির্বাচনে প্রার্থী হতে চান মোহাম্মদ হোসাইন

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 05:08 PM
Updated : 12 Nov 2018, 05:08 PM
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তী) থেকে নৌকার প্রার্থী হতে চাইছেন তিনি।

রোববার বিকেলে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে চট্রগ্রাম বিভাগীয় বুথ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।

মনোনয়ন পত্র সংগ্রহের পর মোহাম্মদ হোসাইন বলেন, “আশা করছি আমি দলীয় মনোনয়ন পাবো এবং বিজয়ী হয়ে এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে গত দশ বছরে যে বিস্ময়কর অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গেছেন, সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে দলের হয়ে অবদান রাখতে চাই।”

মোহাম্মদ হোসাইন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ খাতের সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকের প্রথম অনুস্বাক্ষারকারী এবং যৌথ কমিটির সদস্য ছিলেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট থেকে বি এস সি ইঞ্জিনিয়ারিং এবং আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৮৭-৮৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট শাখার সহ-সভাপতি ছিলেন।