আ.লীগের মনোনয়ন ফরম সোমবার পর্যন্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জেষ্ঠ্য প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 11:56 AM
Updated : 11 Nov 2018, 12:44 PM

রোববার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, “সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের ফরম জমা দেওয়ার সুযোগ থাকছে। এই সময় বাড়ানোর আর সুযোগ নেই।”

নির্বাচন উপলক্ষে এটাই দলের পার্লামেন্টারি বোর্ডের প্রথম সভা ছিল বলে জানান কাদের।

তিনি বলেন, আগামী ১৪ নভেম্বর বেলা ১১টা থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড।

“১৪ নভেম্বরই সব প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়ে যাবে।”

আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়ে তফসিল ঘোষণা করেছে ইসি।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসা জাতীয় ঐক্যফ্রন্ট সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে শর্ত দিয়েছে, দিনক্ষণ পেছানো হলে তারা এই নির্বাচনে অংশ নেবে।

এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “নির্বাচন কমিশন চাইলে তা বাড়াতে পারে। আমাদের আপত্তি থাকবে না।”

আওয়ামী লীগ দশম জাতীয় সংসদের মতো মহাজোটগতভাবে নির্বাচন করবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “সম্ভাবনা বেশি।”

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে মহাজোটের সঙ্গে যুক্ত হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।

“যুক্তফ্রন্টের সঙ্গে একটা অ্যালায়েন্স হতে পারে। তবে তারা নৌকায় ভোট করবেন না নিজেদের প্রতীকে ভোট করবেন সে সিদ্ধান্ত হয়নি। ধরে নিচ্ছি তারা নিজেদের প্রতীকে নির্বাচন করবে।”

মহাজোটে থাকা ১৪টি দল নৌকা প্রতীকে নির্বাচন করবে জানিয়ে কাদের বলেন, “বাকি দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে।”

মহাজোটের শরিক দলগুলোর মধ্যে আসন বন্টনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “নিজেদের দল ছাড়াও আমরা জোটের অন্য দলগুলোর মধ্য থেকেও প্রার্থী দেব। তবে আমরা এনাবল প্রার্থীকে মনোনয়ন দেব।”

“আমাদের সার্ভে আছে। জোটের সঙ্গে বসব আমরা। আমরা আলোচনা করে এনাবল প্রার্থী বাছাই করব।”

আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে গত শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। ওইদিন সভানেত্রী শেখ হাসিনার জন্য দুইটি মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিসে মনোনয়ন ফরম বিক্রির জন্য খোলা হয়েছে আট বিভাগের আটটি বুথ। 

এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।