‘এভরিথিং ইজ ফাইন’
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2018 12:13 PM BdST Updated: 08 Nov 2018 02:23 PM BdST
প্রায় দেড় ঘণ্টা কমিশন সভা করে একাদশ সংসদ নির্বাচনের ভোটের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
সিইসি কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ওই তফসিল ঘোষণা করবেন। তার সেই ভাষণ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সম্প্রচার করা হবে।
দুপরে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব কিছু ঠিকঠাক, এখন শুধু অপেক্ষা।
তফসিলের খুঁটিনাটি চূড়ান্ত করতে বেলা ১১টার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ৩৯তম মুলতবি সভা শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ অংশ নেন এ সভায়।
দেড় ঘণ্টা পর সিইসির কক্ষের ‘মিটিং রুম’ থেকে বেরিয়ে আসেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী। সিইসির কক্ষের সামনেই তাদের অপেক্ষা করতে দেখা যায়।
মিনিট পাঁচেক পর বেরিয়ে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, যিনি গত কিছুদিনে কমিশন সভায় কয়েক দফা ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে আলোচনায় রয়েছেন।
সেখানে নিজেদের মধ্যে কয়েক মিনিট কথা বলে একসঙ্গে লিফটে উঠে পঞ্চম তলায় যান চার নির্বাচন কমিশনার। প্রবেশ পথে আরও কয়েক মিনিট নিজেদের মধ্যে তারা আলাপ করেন। বেলা পৌনে ১টার দিকে তারা নিজ নিজ কক্ষে চলে যান।
বৈঠকে সবার ঐকমত্যের ভিত্তিতে তফসিল চূড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভরিথিং ইজ ফাইন। জাস্ট ওয়েট।”
ওই বৈঠক শেষে বেলা সাড়ে ১২টার দিকে বিটিভি, বেতারের কর্মীরা সিইসির ভাষণ রেকর্ড করার জন্য তার কক্ষে প্রবেশ করে।
বেলা ২টার পর তারা বেরিয়ে গেলে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিইসির ভাষণ মোটামুটি ১৫ মিনিটের।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ বিটিভি, বেতার ও পিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন