গ্রিসকে ইউরোজোনে রাখতে হবে: ফ্রান্স

গ্রিসকে  ইউরোজোনে রাখতে তৎপর হয়েছে ফ্রান্স।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 04:37 PM
Updated : 7 July 2015, 04:37 PM

ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, গ্রিসকে ইউরোজোনে রাখতে তার দেশ সবরকম চেষ্টাই করবে। কারণ, গ্রিস ইউরোজোন থেকে বেরিয়ে গেলে ইউরোপ অত্যন্ত ঝুঁকিতে পড়বে।

তিনি বলেন, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণবশত গ্রিসের ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকি ইউরোপ নিতে পারবে না।

মঙ্গলবার ইউরোজোনের জরুরি বৈঠকের আগে ভালস বলেন, গ্রিসের ঋণ সংকট সমাধানের ব্যাপারে একটি মতৈক্য পৌঁছার ভিত্তি এখনো আছে।  তার সঙ্গে একমত প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টও।

তবে জার্মানি শর্তহীনভাবে গ্রিসের ঋণ মওকুফ করে দেয়ার বিষয়টিতে সতর্ক করেছে।

ইউরোজোন গ্রিসকে একটি নতুন প্রস্তাব নিয়ে আসার আহ্বান জানিয়েছে। কিন্তু ময্গলবার লিখিত নতুন কোনো পরিকল্পনা পেশ হয়নি বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস চান গ্রিসের বিপুল পরিমাণ ঋণ ৩০ শতাংশ হ্রাস করা হোক।

মঙ্গলবারই ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থমন্ত্রীদের জরুরি সম্মেলন শুরু হয়েছে। এতে গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস নতুন প্রস্তাব উত্থাপন করার কথা থাকলেও তা হয়নি।

তবে একটি সূত্র রয়টার্সকে জানায়, গ্রিস সম্ভবত বুধবার নতুন একটি প্রস্তাব দেবে। গ্রিক পার্লামেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী সিপ্রাসের।