জাপানে বিশ্বের সবচেয়ে বয়সী পুরুষের মৃত্যু 

বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ ব্যক্তি জাপানের সাকারি মোমোই ১১২ বছর বয়সে মারা গেছেন। 

>>রয়টার্স
Published : 7 July 2015, 05:11 AM
Updated : 7 July 2015, 05:11 AM

মঙ্গলবার এ খবর জানিয়েছে জাপানি গণমাধ্যমগুলো। 
 
২০১৪-র অগাস্টে মোমোইকে বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ বলে ঘোষণা করেছিল গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস্। ওই সময় আরো দুই বছর বেশি বেঁচে থাকার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তার এ ইচ্ছা পূরণ হওয়ার আগেই চিরবিদায় নিলেন তিনি। 
 
পেশায় সাবেক শিক্ষক মোমোই ক্যালিগ্রাফি প্র্যাকটিস করে ও যে হাসপাতালে বাস করতেন সেখানকার বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে সময় কাঁটাতেন। 
 
নিজের দীর্ঘজীবনের জন্য তিনি স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও পর্যাপ্ত ঘুমানোকে কৃতিত্ব দিয়েছিলেন। 
 
চার বছর আগে জাপানের ফুকুশিমার যে এলাকায় সুনামি আঘাত হেনেছিল ও নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটেছিল, সেখানেই ১৯০৩ সালের ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেছিলেন মোমোই। ওই বছরটিতেই শিশুদের জনপ্রিয় খেলনা টেডি বিয়ার বাজারে এসেছিল এবং অর্ভিল রাইট প্রথমবারের মতো বিমান উড়িয়েছিলেন। 
 
মোমোইয়ের মৃত্যুর পর এখন জাপানের অপর প্রবীণ ব্যক্তি ইয়াসুতারো কোইদে বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষের স্বীকৃতি পাবেন বলে ধারণা করা হচ্ছে। মোমোইয়ের মতো ১৯০৩ সালের হলেও তিনি জন্মেছিলেন একমাস পর মার্চে। 
 
অপরদিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ১১৬ বছর বয়সী যুক্তরাষ্ট্রের নারী সুসান্নাহ মুশহাত জোন্স।