ফিলিপাইনে নতুন আরেক মার্স রোগী সনাক্ত

ফিলিপাইনে দ্বিতীয় ব্যক্তির মিডিলইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আক্রান্ত ব্যক্তি গতমাসে দুবাই থেকে ম্যানিলায় যান।

>>রয়টার্স
Published : 6 July 2015, 01:55 PM
Updated : 6 July 2015, 01:55 PM

স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র লিন্ডন লি-সুই বলেন, ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। আক্রান্ত ওই ব্যক্তি সৌদি আরবও ভ্রমণ করেছিলেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে বলে জানান লি-সুই।

২০১২ সালে সৌদি আরবে সর্বপ্রথম মার্স ভাইরাস সনাক্ত হয় এবং এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই মধ্যপ্রাচ্যের নাগরিক।

কোথা থেকে এই ভাইরাস মানবদেহে প্রবেশ করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে বেশ কিছু গবেষণায় উটের সঙ্গে এই ভাইরাসের যোগসূত্র থাকার কথা বলা হয়েছে।

এ বছর মে মাসে দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটি ব্যাপক হারে ছড়ি পড়ে, বেশ কয়েকজন মারাও যায়। যা সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ।

দক্ষিণ কোরিয়ায় মোট ১৮৬ জন আক্রান্ত হয়, যাদের মধ্যে ৩৩ জন মারা যায়।

এরপর থাইল্যান্ডেও একজন মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস ছড়িয়ে পড়া বিশ্বের জন্য একটি ‘সতর্ক বার্তা’ বলে বর্ণনা করে। তবে এখনই জরুরি পরিস্থিতি ঘোষণার সময় হয়নি বলে জানায় আন্তর্জাতিক সংস্থাটি।