নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৪৪

নাইজেরিয়ার জস শহরের দুটি জঙ্গি হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। জরুরি সেবা কর্তৃপক্ষ সোমবার একথা জানিয়েছে।

>>রয়টার্স
Published : 6 July 2015, 12:57 PM
Updated : 6 July 2015, 01:27 PM

রোববার রাতের এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ  স্বীকার করেনি। তবে হামলার ধরনের সঙ্গে বোকো হারামের জঙ্গি হামলার মিল রয়েছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা আলহাসান মুহাম্মদ বলেছেন,  একটি ঘটনায় জসের রেঁস্তোরায় আত্মঘাতী হামলায় ২৩ জন নিহত হয়। অন্যদিকে, একটি মসজিদের বাইরে গুলি ও গ্রেনেড হামলায় নিহত হয় ২১ জন। হামলায় আরো ৪৭ জন আহত হয়েছে বলে জানান তিনি।

একজন মুসলিম আলেমকে টার্গেট করে মসজিদের হামলাটি চালানো হয় বলে জানানো হয়েছে খবরে।

সম্প্রতি নাইজেরিয়ায় জঙ্গি হামলার ঘটনায় দুশোর বেশি মানুষ নিহতের জন্য বোকো হারামকেই দায়ী করা হয়ে আসছে।

জস নাইজেরিয়ার মুসলিম ও খ্রিস্টান অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। যেখানে বোকো হারাম জঙ্গিরা বেশ কয়েকবার হামলা চালিয়েছে।