নতুন গাদির রাডার ব্যবস্থা চালু করল ইরান

ইরান নতুন করে  দূরপাল্লার দেশীয় রাডার ব্যবস্থা ‘গাদির' চালু করেছে। ধাপে ধাপে এ ব্যবস্থা গড়ে তুলছে দেশটি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 01:02 PM
Updated : 5 July 2015, 01:02 PM

ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুজেস্তান প্রদেশে শনিবার এ ব্যবস্থা উদ্বোধন করেছেন ইরানি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইল।

গত বছরের ১১ জুনে ইরান প্রথম ধাপে ‘গাদির’ রাডার ব্যবস্থা চালু করে। ২০১২ সালে আরো বেশ কয়েকটি ধাপে এ ব্যবস্থা চালুর ঘোষণা দেয় ইরান।

এ রাডার ব্যবস্থার পাল্লা ১০০ কিলোমিটার বা ৬৮০ মাইলের বেশি। অত্যাধুনিক এ ব্যবস্থায় ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে আকাশ পথের শত্রুদের সনাক্ত করা যায়। তাছাড়া, স্টিলথ বিমান, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নিম্ন কক্ষপথেরকৃত্রিম উপগ্রহ সনাক্ত করতে পারে এ ব্যবস্থা ।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি অর্জন করছে। তবে  এ ব্যাপারে ইরান বলছে,  এর লক্ষ্য অন্য কোনো দেশে হুমকি সৃষ্টি করা নয় বরং আত্মরক্ষা করাটাই তাদের লক্ষ্য।