পালমিরার অ্যাম্ফিথিয়েটারে আইএসের হত্যাযজ্ঞের ভিডিও

সিরিয়ার প্রাচীন পালমিরা শহরের ঐতিহাসিক অ্যাম্ফিথিয়েটারের ভেতরে ২৫ জনকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 08:08 PM
Updated : 5 July 2015, 05:43 AM

নিহতরা সিরীয় সেনাবাহিনীর সদস্য এবং তাদেরকে হোমস শহর থেকে আটক করা হয়েছিল বলে আইএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হত্যাকারীদের বয়স ১৩-১৪ বছর মনে হয়েছে বলে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়।

গত মে মাসের শেষ দিকে সরকারি বাহিনীগুলোকে হটিয়ে পালমিরা দখল করে নেয় আইএস।

ভিডিওতে অ্যাম্ফিথিয়েটারের একটি মঞ্চের ওপর ২৫ জনকে গুলি করতে দেখা গেছে। পেছনে ছিল আইএসের কালো পতাকা।

অ্যাম্ফিথিয়েটারের গ্যালারির সিঁড়িগুলোয় কয়েকশ দর্শকও ছিলেন, যাদের মধ্যে কয়েকজন বালককেও দেখা গেছে। তবে কবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে সম্পর্কে ভিডিওতে কিছু বলা হয়নি।

অ্যাম্ফিথিয়েটারে ২০ জনকে হত্যার একদিন পরই নতুন এই ভিডিও প্রকাশ করল আইএস।

পালমিরা দখলের পর আইএস জঙ্গিরা সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ এবং প্রাচীন স্থাপনা ধ্বংস করেছে।

রোমান সাম্রাজ্যের অধীনে গড়ে ওঠা পালমিরা নগরীর আরবী নাম তাদমুর। নগরীতে অ্যাম্ফিথিয়েটার ছাড়াও বেশ কয়েকটি মন্দির, বিশাল বিশাল স্তম্ভের সারি রয়েছে।

সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত পালমিরার প্রাচীন অংশটি দুই হাজার বছরের পুরনো।

এর আগে আইএস জঙ্গিরা ইরাকে দুই প্রাচীন নগরী নিমরুদ ও হাত্রা পুরোপুরি ধ্বংস করে দেয়।