তিউনিসিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

তিউনিসিয়ার সমুদ্রতীরের সুস শহরের একটি হোটেলে বন্দুকধারীর হামলায় ৩৮ জন নিহতের এক সপ্তাহ পর দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট বেহি কেইদ এসেবসি।

>>রয়টার্স
Published : 4 July 2015, 08:01 PM
Updated : 5 July 2015, 02:37 AM

গত ২৬ জুনের ওই হামলা দেশকে ‘গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে’ বলে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে এসেবসি বলেন, “জঙ্গিবাদের ঝুঁকি, এর বিস্তার ও আঞ্চলিক প্রেক্ষাপটের কারণে আমরা জরুরি অবস্থা ঘোষণা করেছি।”

যুক্তরাজ্য এবং তিউনিসিয়া দাবি করেছে, সুসের হোটেলে ওই হামলায় নিহতদের অধিকাংশই যুক্তরাজ্যের নাগরিক।

প্রেসিডেন্ট বলেন, “ধারাবাহিক হুমকি দেশকে গৃহযুদ্ধের হুমকির মুখে ঠেলে দিয়েছে, ফলে প্রয়োজনীয় সব পদক্ষেপ আমাদের নিতে হবে।”

হোটেলে হামলার পর তিউনিসিয়া সরকার সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে ৮০টি মসজিদ বন্ধ করে দিয়েছে।

২০১১ সালে সাবেক স্বৈরশাসক বেন আলি সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় তিউনিসিয়ায় সর্বশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।