গ্রিকদেরকে ‘না’ ভোট দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস আগামী রোববারের গণভোটে বেইলআউট প্রস্তাবে ‘না’ ভোট দেয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 03:58 PM
Updated : 3 July 2015, 03:59 PM

টেলিভিশনে সংক্ষিপ্ত একটি ভাষণে তিনি ঋণদাতাদের ‘ব্ল্যাকমেইল’ প্রত্যাখ্যান করার জন্য জনগণকে জোরালো আহ্বান জানিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গ্রিসের অবস্থান ঝুঁকির মুখে নেই।

রোববারের গণভোটে ঋণদাতাদের বেইলআউট প্রস্তাবের শর্তে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হবে গ্রিসের জনগণকে।

বিবিসি জানায়, ‘না’ ভোট জয়ী হলে গ্রিস ইউরোজোন থেকে বের হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ইইউ নেতারা।

ওদিকে, গ্রিক প্রধানমন্ত্রী জনগণকে ‘না’ ভোট দেয়ার আহ্বান জানালেও জনমত জরিপ বলছে, গ্রিসের নাগরিকদের বড় অংশ গণভোটে বেইলআউট প্রস্তাবের পক্ষেই ভোট দেয়ার চিন্তাভাবনা করছে।