চীনে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, নিহত ৬

চীনের পশ্চিমাঞ্চলীয়  সিনঝিয়াংয়ের পল্লী এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন।

>>রয়টার্স
Published : 3 July 2015, 11:34 AM
Updated : 3 July 2015, 11:34 AM

ধসে গেছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ হাজার বাড়িঘর। সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিনঝিয়াংয়ের হোটান শহরের প্রায় ১৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে।কম্পনে জাতিগত উইঘুর অঞ্চলের বহু ঘরবাড়ি ভেঙে পড়ে।

আঞ্চলিক এক সরকারি  ফার্মের কর্মী জানান, ভূমিকম্পটি খুব জোরেশোরে অনুভূত হয়েছে। প্রায় মিনিটখানেক ধরে ঘরবাড়ি দুলেছে।

তবে ভূমিকম্পের সময় খুব বেশি মানুষ এক জায়গায় জড়ো না হওয়াতে মারাত্মক বিপর্যয় ঘটেনি বলে চীনা সেন্ট্রাল টিভিতে জানিয়েছেন, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের গবেষক সুন শিহং।

সামাজিক গণমাধ্যম এবং টিভিতে ভূমিকম্পের ফলে বিভিন্ন ভবনের দেয়ালে ফাটলসহ সামান্য কিছু ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে।

চীনে প্রয়াই ভূমিকম্প হয়। ২০০৮ সালে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছিল।