বাইজি শহরের অধিকাংশই ইরাকি বাহিনীর দখলে

ইরাকের উত্তরাঞ্চলীয় বাইজি শহরের বেশিরভাগ অংশই ইসলামিক স্টেটের (আইএস)দখলমুক্ত করেছে সরকারি বাহিনী।

>>রয়টার্স
Published : 2 July 2015, 04:16 PM
Updated : 2 July 2015, 04:16 PM

কাছাকাছি একটি তেল শোধনাগার থেকেও আইএস কে হটিয়ে দেয়ার আশা প্রকাশ করেছে ইরাকি বাহিনী।

আইএস এর সঙ্গে লড়াইয়ের অগ্রভাগে থাকা এক শিয়া মিলিশিয়া মুখপাত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শহরটির ৯০ শতাংশ দখলে এসেছে। বাকী অংশ আগামী কয়েক ঘণ্টার মধ্যে দখলে নেয়া হবে।”

ইসলামিক স্টেট জঙ্গিরা ১ বছর আগে বাগদাদের ১৯০ কিলোমিটার উত্তরের বাইজি শহর দখল করে। তখন থেকেই এ শহরটি দুপক্ষের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে।

শিয়া হাশিদ শাবি যোদ্ধারা এবং ইরাকি বাহিনী বাইজি শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারলে তারা আইএস এর দখলে থাকা মসুল এবং পশ্চিমে আনবার প্রদেশের দিকে অগ্রসর হতে পারবে।

হাশিদ শাবির মুখপাত্র আহমেদ আল সাদি বলেছেন, শহরটির উত্তরপূর্ব এবং উত্তরপশ্চিমে এখনো কিছু কিছু জায়গায় প্রতিরোধ লড়াই করে যাচ্ছে জঙ্গিরা। তাছাড়া, ৫ কিলোমিটার দূরের সিনিয়া গ্রাম থেকে আইএস জঙ্গিরা হামলা চালানোরও চেষ্টা করছে।