গুপ্তচরবৃত্তি: মার্কিন রাষ্ট্রদূতকে বৈঠকে ডাকল জার্মানি

উইকিলিকস জার্মান রাজনীতিবিদদের ওপর মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ-র আরো নজরদারির দাবি করার পর এ অভিযোগ নিয়ে আলোচনার জন্য বার্লিনের মার্কিন রাষ্ট্রদূতকে বৈঠকে ডেকেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

>>রয়টার্স
Published : 2 July 2015, 03:28 PM
Updated : 2 July 2015, 03:28 PM

জার্মান সরকরের একটি সূত্র বৃহস্পতিবার রয়টার্সকে একথা জানিয়েছে। সূত্র জানায়, “মের্কেলের চিফ অব স্টাফ মার্কিন রাষ্ট্রদূত জন এমারসনকে গুপ্তচরবৃত্তির বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার বিকালেই এ বৈঠক হওয়ার কথা।”

জার্মানিতে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তি নিয়ে কেলেঙ্কারির মধ্যেই সম্প্রতি আবার নতুন করে চ্যান্সেলর মের্কেলসহ জার্মানির কয়েকজন ঊর্ধ্বতন সরকারি সদস্যদের ওপর এনএসএ’র নজরদারির অভিযোগ ওঠে।

উইকিলিকস-এর ফাঁস করা নতুন তথ্যানুযায়ী, এনএসএ যে শুধু জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের টেলিফোনের উপর নজর রেখেছে, এমন নয়; অর্থ, অর্থনীতি এবং কৃষি মন্ত্রণালয়েও আড়ি পেতেছে৷