রানী ভিক্টোরিয়ার ‘অন্তর্বাস’ নিলামে

ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার একজোড়া অন্তর্বাস নিলামে উঠছে, যেগুলোর বয়স আনুমানিক সোয়াশ বছর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 11:14 AM
Updated : 2 July 2015, 11:14 AM

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রানীর নামের আদ্যক্ষর ‘ভিআর’ (ভিক্টোরিয়া রেজিনা) লেখা রাজকীয় মনোগ্রাম এমব্রয়ডারি করা রয়েছে ওই অন্তর্বাসে।

আগামী ১১ জুলাই নিলামে রানীর এই অন্তর্বাস কয়েক হাজার পাউন্ডে বিক্রি হবে বলে আশা করছে এর আয়োজক সাসেক্স কাউন্টির ইয়েস্টারডেইস ওয়ার্ল্ড মিউজিয়াম কর্তৃপক্ষ।

নিলাম কর্তৃপক্ষের কর্মকর্তা রিচার্ড এডমন্ডসকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, সুতি কাপড়ের ওই অন্তর্বাসের কোমরের মাপ ৪৫ ইঞ্চি। ভিক্টোরিয়া সেগুলো ব্যবহার করেছেন জীবনের শেষ দশ বছরে। 

এডমন্ডস বলেন, “যৌবনে রানী তন্বীই ছিলেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোমরের মাপও বেড়েছে।”

সুতির এই অন্তর্বাসের ওপর এমব্রয়ডারি করা রয়েছে রানী ভিক্টোরিয়ার নামের আদ্যক্ষর। ছবি: বিবিসি

১৮৩৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত ব্রিটেনের সিংহাসনে ছিলেন রানী ভিক্টোরিয়া। ছবি: বিবিসি

আনুমানিক ১২৫ বছরের পুরোনো অন্তর্বাস দুটি রানীর ঘনিষ্ট এক বিশ্বস্ত  পরিচারিকার কাছে রক্ষিত ছিল। ইয়েস্টারডেইস ওয়ার্ল্ড মিউজিয়াম কর্তৃপক্ষ পরে তার কাছ থেকে সেগুলো সংগ্রহ করে।

এডমন্ডস বলেন, রানীর পুরনো পোশাক-আশাক প্রায়ই প্রাসাদের পরিচারিকার মধ্যে বিলানো হত। বিশেষ করে ১৯০১ সালে ভিক্টোরিয়ার মৃত্যুর পর এরকম বহু পোশাক তার কর্মচারীরা পেয়েছেন। ‘ভিআর’ সিল দেখে বোঝা যায়, সেগুলো রাজপরিবার থেকেই এসেছে।                  

ভিক্টোরিয়ার ওই অন্তর্বাস ছাড়াও তার তৃতীয় মেয়ে প্রিন্সেস এলিসের একজোড়া জুতা ও মোজা ১১ জুলাই নিলামে উঠছে।

রানী ভিক্টোরয়ার আরও একজোড়া অন্তর্বাস গত বছর নিলামে ওঠে, যেগুলোর দাম ওঠে ৬ হাজার ২০০ পাউন্ড।