শর্তসাপেক্ষে বেইলআউট প্রস্তাব মানবে গ্রিস

ঋণখেলাপি হয়ে গভীর সঙ্কটে জর্জরিত গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস আন্তর্জাতিক ঋণদাতাদেরকে নতুন আপোস প্রস্তাব দিয়েছেন।

>>রয়টার্স
Published : 1 July 2015, 02:41 PM
Updated : 1 July 2015, 02:41 PM

বেইলআউটের কয়েকটি শর্ত পরিবর্তন করা হলে ঋণদাতাদের প্রস্তাব এথেন্স মেনে নেবে বলে জানিয়েছেন তিনি।

কিন্তু গ্রিস গণভোট অনুষ্ঠানের দিকে এগোনোর এ সময়ে প্রস্তাবটি নিয়ে আলোচনা করা যাবে না বলে জানিয়ে দিয়েছে জার্মানি।

শর্তসাপেক্ষে বেইলআউট প্রস্তাব মেনে নেয়ার বিনিময়ে সিপ্রাস আগামী দু’বছরের জন্য ২ হাজার ৯শ’ কোটি ইউরো ঋণ চেয়েছেন দাতাদের কাছে।

ঋণদাতাদের কাছে একটি চিঠি পাঠিয়ে সিপ্রাস সামান্য পরিবর্তন সাপেক্ষে তাদের বেশিরভাগ শর্তই মেনে নেবেন বলে জানান।

কিন্তু জার্মানি বলছে, গণভোটকে সামনে রেখে কোনো আলোচনা সম্ভব নয়।

গ্রিস ঋণখেলাপি হয়ে যাওয়ার পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুটো গুরুত্বপূর্ণ বৈঠক।

একটি বৈঠকে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) সিদ্ধান্ত নেবে গ্রিসকে জরুরি ঋণ দেয়া হবে কিনা।

অপর বৈঠকে ইউরোজোনের অর্থমন্ত্রীরা গ্রিসের সর্বশেষ প্রস্তাবটি (দু’বছরের জন্য ২ হাজার ৯শ’ কোটি ইউরো ঋণ দেয়া) আলোচনা করবেন।

গ্রিসকে দেয়া ইউরোজোনের চলতি বেইল আউটের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার।

নতুন করে সহায়তার জন্য (বেইল আউট) গ্রিসকে কর বাড়ানোর পাশাপাশি জনকল্যাণমূলক ব্যয় কমানোসহ কঠিন আর্থিক পুনর্গঠনের শর্ত দেয় ইউরোজোন। তাদের কঠোর ব্যয়সঙ্কোচনের শর্তে সায় দেয়নি গ্রিসের বামপন্থি সরকার।

নতুন বেইল আউট প্রস্তাব নিয়ে ৫ জুলাই গণভোটের আয়োজন করেছে গ্রিস সরকার। কয়েকশ’ কোটি ইউরোর বেইল আউট তহবিল নেয়ার জন্য ঋণদাতাদের দেওয়া কঠোর শর্তগুলো গ্রহণ নাকি প্রত্যাখ্যান করা হবে,রোববারের গণভোটে সেই সিদ্ধান্তই জানাবে দেশের মানুষ।