মিশরের সিনাইয়ে জঙ্গি হামলায় নিহত ৫০

মিশরের নর্থ সিনাইয়ে জঙ্গি হামলায় ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা সূত্র।

>>রয়টার্স
Published : 1 July 2015, 12:25 PM
Updated : 1 July 2015, 12:25 PM

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।কয়েক সূত্র এর আগের খবরে জানিয়েছিল নিহতদের মধ্যে সেনা সদস্যরা আছেন। সেনাবাহিনীও হামলায় সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে।

সিনাই প্রদেশে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি জঙ্গি গ্রুপ বুধবারের এ হামলার দায় স্বীকার করেছে।

মিশরে এ সপ্তাহে এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। এর আগে সোমবারে রাজধানী কায়রোয় একটি গাড়ি বোমা হামলায় দেশটির সরকারি কৌসুলি হিশাম বারাকাত নিহত হন। এতে করে জঙ্গি তৎপরতা সামাল দিতে মিশর সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ৭০ জন জঙ্গি ৫ টি তল্লাশিকেন্দ্রে হামলা করেছে এবং সেনারা বিমানবিধ্বংসী অস্ত্র তাক করা তিনটি ল্যান্ডক্রুইজার ধ্বংস করেছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জঙ্গিরা শেখ জুয়েইদ শহরের একটি পুলিশ স্টেশন ঘিরে রেখেছে এবং বোমা পেতে রেখেছে।