সমকামী বিয়ে বৈধতার রায়ের বিরোধিতায় টেক্সাস

যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যে সমকামী বিয়েকে বৈধতা দিয়ে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিরোধিতা করেছে টেক্সাস।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 04:14 PM
Updated : 29 June 2015, 06:21 PM

টেক্সাসের শীর্ষ আইন কর্মকর্তা সুপ্রিম কোর্টের ওই রায়কে ‘বেআইনি’ আখ্যা দিয়েছেন। সেইসঙ্গে রাজ্যের যেসব কর্মী ধর্মীয় কারণে সমকামী বিয়ের বিপক্ষে কাজ করছেন তাদেরকে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত শুক্রবার বিয়ে সবার জন্যই সাংবিধানিক অধিকার বলে রায় দেয়।

এ রায়ের পরিপ্রেক্ষিতে বিয়ের লাইসেন্স ইস্যু করতে অস্বীকৃতি জানানো ক্লার্কদেরকে জরিমানা করা হতে পারে বলে জানালেও টেক্সাসের এটর্নি জেনারেল কেন পাক্সটন বলেন, তার কার্যালয় আদালতে বিনা খরচেই এদের পাশে দাঁড়াবে।

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ওই রায়ের পরও সমকামী বিয়ের বিরোধিরা এর বিরুদ্ধে আরো আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে।

সুপ্রিম কোর্টের রায়ের পর টেক্সাসে এরই মধ্যে অনেক সমকামী জুটি বিয়ে করলেও কাছাকাছি মিসিসিপি এবং লুইজিয়ানায় সমকামী জুটিদেরকে বিয়ের লাইসেন্স দেয়া হচ্ছে না।