তিউনিসিয়ায় আরো জঙ্গি হামলা হতে পারে: ব্রিটেন

তিউনিসিয়ার পর্যটন কেন্দ্রগুলোতে আরো জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করেছে ব্রিটেন।

>>রয়টার্স
Published : 28 June 2015, 06:31 PM
Updated : 28 June 2015, 06:31 PM

শুক্রবার তিউনিসিয়ার পর্যটন অবকাশ কেন্দ্রে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৩৯ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই বিদেশি পর্যটক। এর মধ্যে ব্রিটিশদের সংখ্যাই বেশি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র বিভাগ শনিবার তাদের ওয়েবসাইটে বলেছে, “কর্তৃপক্ষের অপরিচিত কেউ এবং সন্ত্রাসী গ্রুপগুলো সোশ্যাল মিডিয়ায় যাদের তৎপরতাকে উৎসাহ দিচ্ছে তারা এ ধরনের আরো হামলা চালাতে পারে।”

শুক্রবার তিউনিসিয়ার সমুদ্রতীরবর্তী পর্যটকদের হোটেলে হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

শনিবার ট্যুইটারে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে হামলাকারীরে নাম আবু ইয়াহিয়া আল-কাইরাওয়ানি এবং তিনি খেলাফতের একজন সৈনিক বলে দাবি করা হয়।