স্পেস-এক্স রকেট উৎক্ষেপণের পরই বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে মনুষ্যবিহীন স্পেস-এক্স ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণের দুই মিনিটের মাথায় বিস্ফোরিত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 05:48 PM
Updated : 29 June 2015, 02:57 AM

এর মধ্য দিয়ে বিধ্বস্ত হল  আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মালামাল বহনের জন্য বেসরকারিভাবে তৈরি এ মহাকাশযানটি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা রোববার একথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্পেস এক্স কোম্পানির এ ফ্যালকন রকেটটি আটলান্টিক মহাসাগরের ওপর বিধ্বস্ত হয়েছে। এ রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মালামালসহ নভোচারীদের জন্য রসদ সরবরাহ করার কথা ছিল।

২০১০ সাল থেকে ফ্যালকন রকেট চালু হওয়ার পর থেকে স্পেস এক্স কোম্পানি এ নিয়ে ১৯ বার  ২০৮ ফুট লম্বা এ রকেট উৎক্ষেপণ করেছে। এর মধ্যে এবারই প্রথম বিধ্বস্ত হল ফ্যালকন-৯।

নাসার ভাষ্যকার জর্জ ডিলার বলেছেন, ফ্যালকন-৯ উৎক্ষেপণের ২ মিনিট ১৯ সেকেন্ড পরই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্পেস-এক্স এর। কি ঘটেছে তা এখনো স্পষ্ট না বলে জানান তিনি।