৫,৫০০ বছরের পুরোনো পাত্রে আঙুলের ছাপ

ডেনমার্কের প্রত্নতাত্ত্বিকরা সাড়ে পাঁচ হাজার বছরের পুরোনো একটি সিরামিকের পাত্র খুঁজে পেয়েছেন। পাত্রটির গায়ে কারিগরের আঙুলের ছাপও পেয়েছেন তারা।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 03:32 PM
Updated : 28 June 2015, 03:32 PM

‘ফানেল বিকার’ নামে পরিচিত এ পাত্রটির তলের দিকটি সমান আর ওপরের দিকটি ফানেলের মত।

উত্তর-মধ্য ইউরোপের প্রাচীন ‘ফানেল বিকার’ সংস্কৃতির বৈশিষ্টমন্ডিত এ ধরনের পাত্র স্ক্যান্ডেনেভিয়া এবং উত্তর ইউরোপীয় সমতলের আদি কৃষকদেরই পরিচয় বহন করছে।

ডেনমার্কের দক্ষিণে লল্যান্ড উপকূলের রডবি হ্যাভেন শহরের সমুদ্রের খাঁড়িতে টুকরো টুকরো অবস্থায় পাত্রটি খুঁজে পাওয়া যায়।

প্রত্নতাত্ত্বিক লিন ম্যারি ওলেসেন বলেন, “সেখানে খুঁজে পাওয়া তিনটি পাত্রের মধ্যে এটি একটি। দীর্ঘ সময় আগে বিলুপ্ত হয়ে যাওয়া আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে পাত্রগুলোতে খুব সম্ভবত খাবার বা পানীয় রাখা হয়েছিল।”

গত বছর একই জায়গায় ওলেসেন ও তার দল সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো একটি পাথরের কুঠার খুঁজে পায়, যেটা তখনো হাতলের সঙ্গে যুক্ত ছিল।

ডেনমার্কের জাতীয় জাদুঘরে পাত্রটি নিয়ে যাওয়ার পর বিশেষজ্ঞরা এর নকশা করা বাইরের অংশে একটি আঙুলের ছাপ খুঁজে পান।

ওলেসেন বলেন, “নিশ্চিতভাবে পাত্রটি বানানোর সময় আঙুলের ছাপ এর গায়ে বসে যায়।” পাত্রটির গায়ে প্রচুর নকশা আঁকা। এ থেকে বোঝা যায় সেটি বানাতে অনেক সময় লেগেছে।

গত বছর এই এলাকায় প্রায় পাঁচ হাজার বছরের পুরনো কয়েকটি পায়ের ছাপও খুঁজে পাওয়া যায়।