কুয়েতে মসজিদে হামলার ঘটনায় বেশ কয়েকজন আটক

কুয়েতে শিয়া মসজিদে হামলার ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

>>রয়টার্স
Published : 27 June 2015, 02:40 PM
Updated : 27 June 2015, 02:40 PM

আত্মঘাতী বোমা হামলাকারী যে গাড়িতে করে মসজিদ প্রাঙ্গণে এসেছিলেন সেই গাড়ির মালিককেও আটক করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে রয়টার্সকে বলা হয়, শুক্রবারের হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে ‘বেশ কয়েকজনকে আটক’ করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের সময় রাজধানী কুয়েত সিটির ইমাম সাদিক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত এবং দুইশতাধিক মানুষ আহত হয়েছে।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ওই গাড়ির চালককে খোঁজা হচ্ছে। বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই চালক হাওয়া হয়ে যায়।

সরকারি কর্মকর্তারা বলেন, সুন্নি অধ্যুষিত দেশ কুয়েতে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে বিরোধ সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আল খালেদ আল সাবাহ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেইউএনএ কে বলেন, “যে শয়তান আমাদের জন্মভূমির নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তার হাত কেটে নেব।”