ওবামা-পুতিনের টেলিফোন আলাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পরমাণু ইস্যু ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান বিষয়ে টেলিফোনে কথা বলেছেন।

>>রয়টার্স
Published : 26 June 2015, 05:31 AM
Updated : 26 June 2015, 05:31 AM

হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছরের ফেব্রুয়ারির পর বৃহস্পতিবার প্রথমবারের মতো দুই শক্তিধর রাষ্ট্রের নেতা কথা বললেন।

বিবৃতিতে বলা হয়েছে, “দুই নেতা সিরিয়ায় ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র সক্ষমতা থেকে বিরত রাখতে চলমান সমঝোতা আলোচনায় পি৫+১-এর ঐক্যের গুরুত্বও তাদের আলোচনায় উঠে আসে।”

বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট ওবামা পুতিনকে বলেছেন, ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার অস্ত্রবিরতির শর্তগুলো সমুন্নত রাখা প্রয়োজন। সেই সঙ্গে ইউক্রেইনের ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা ও অস্ত্র সরিয়ে নেয়াও প্রয়োজন।

জাতিসংঘের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য এই পাঁচ বিশ্বশক্তির সঙ্গে জার্মানি যুক্ত হয়ে পি৫+১ গঠিত।

পরমাণু সমৃদ্ধকরণ থেকে ইরানকে বিরত রাখতে ২০০৬ সালে এই রাষ্ট্রগুলো কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে।