অভিবাসী নৌকা সাগরে ঠেলে দিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ৬৫ জন অভিবাসী বোঝাই একটি নৌকাকে তাদের জলসীমা থেকে সাগরে ঠেলে দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 03:41 PM
Updated : 2 June 2015, 03:41 PM

নৌকাটিতে চারজন নারী ও তিনটি শিশু ছিল। প্রবালের সঙ্গে ধাক্কা খাওয়ায় নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইন্দোনেশিয়া পুলিশের বরাত দিতে মঙ্গলবার গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ার পুলিশ জানায়, অভিবাসীদের মধ্যে ৫৪ জন শ্রীলংকার, ১০ জন বাংলাদেশের এবং একজন মিয়ানমারের নাগরিক। নৌকাটিতে পাঁচজন ক্রুও ছিল।

রট দ্বীপে ইন্দোনেশিয়ার পুলিশের পক্ষ থেকে বলা হয়, ৫ মে অভিবাসী বোঝাই নৌকাটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে প্রবালপ্রাচীরের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটির বেশ ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত নৌকাটি অস্ট্রেলিয়ার জলসীমায় পৌঁছালে দেশটির কর্তৃপক্ষ সেটি আটকে দেয়। অভিবাসীরা জানান, অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ তাদের খাবার, জ্বালানী ও লাইফজ্যাকেট দিয়ে একটি কাঠের নৌকায় তুলে ইন্দোনেশিয়ার জলসীমায় পাঠিয়ে দেয়।

সোমবার একটি মাছধরা নৌকায় তাদের খুঁজে পাওয়া যায়। বর্তমানে তারা পশ্চিম তিমুরের রট দ্বীপে আশ্রয় নিয়েছে।

অস্ট্রেলিয়া অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে কঠোর নিয়ম অনুসরণ করে। ওই নিয়মের আওতায় আশ্রয় প্রার্থীদের নৌকা ফিরিয়ে দেওয়া হয়। এমনকি আশ্রয় প্রার্থনা করে জানানো আবেদন প্রক্রিয়ার সময় তাদের তৃতীয় কোন দেশের কারাগারে রাখা হয়।