পাকিস্তানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানের পাঞ্জাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির দণ্ড কার্যকর করা হয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 07:14 AM
Updated : 2 June 2015, 07:14 AM

মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানা গেছে।

হত্যার দায়ে অভিযুক্ত মোহাম্মাদ খানের মৃত্যুদণ্ড পাঞ্জাব প্রদেশের শারগোধা জেলা কারাগারে কার্যকর করা হয় বলে জিও নিউজ জানিয়েছে।

২০০২ সালে করাচিতে ডাকাতি করার সময় তিনি দুই ব্যক্তিকে হত্যা করেন।

কাইজার হায়াত নামে অপরব্যক্তিকে মিঁওয়ালি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯৯৮ সালে তার দুই কাজিনকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।

চলতি বছরের ১০ মার্চ পাকিস্তান সরকার দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে প্রায় দেড়শ জনকে হত্যা করে যাদের অধিকাংশই স্কুলপড়ুয়া শিশু।

ওই ঘটনার পর পাকিস্তান মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছিল। তখন শুধুমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্তদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত হয়েছিল।