নুডলসে  সীসা: নেসলের বিরুদ্ধে মামলা ভারতে

ইন্সট্যান্ট ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত সীসা ও মনো-সোডিয়াম গ্লুটামেট (এমএসজি) থাকার প্রমাণ পাওয়ায় এবার প্রস্তুতকারক কোম্পানি নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করেছে উত্তরপ্রদেশের খাদ্য মাননিয়ন্ত্রণ দপ্তর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2015, 04:43 PM
Updated : 1 June 2015, 04:43 PM

সম্প্রতি উত্তরপ্রদেশের খাদ্যের মান নিয়ন্ত্রণ দপ্তর ‘ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’(এফএসডিএ) এর রিপোর্ট সামনে আসার পরই ম্যাগি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

শনিবার বারাবাঙ্কি জেলার স্থানীয় আদালতে নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে অপরাধের অভিযোগে মামলা দায়ের হয়। শুনানির দিন নির্ধারণ করা হয় ১ জুলাই।

এফএসডিএ গত মার্চে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসে সহনীয় মাত্রার চেয়ে বেশি সীসা এবং উচ্চ মাত্রার মনো-সোডিয়াম গ্লুটামেট পায়। এর ভিত্তিতে সংস্থাটি রাজ্যের বাজার থেকে ওই সব নুডলস সরিয়ে নেয়ার নির্দেশদিয়েছিল।

তবে নেসলে ইন্ডিয়া এফডিএ’র পরীক্ষার ফল প্রত্যাখ্যান করে বলেছে, তারা পুঙ্খানুপুঙ্খভাবে একটি স্বাধীন পরীক্ষাগারে তাদের পণ্যের নমুনা পরীক্ষা করিয়ে দেখেছে। কিন্তু এ ব্যাপারে কোম্পানি কোনো অভিযোগ পায়নি। এ ফল সরকারকে দেখানো হবে বলেও জানায় সুইজারল্যান্ডের এই কোম্পানিটি।