জাপান উপকূলে শক্তিশালী ভূমিকম্প

জাপানের দক্ষিণে সমুদ্র তলদেশে শক্তিশালী ভূমিকম্পে রাজধানী টোকিওসহ আশেপাশের বিস্তৃত এলাকা কেঁপে উঠেছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 03:14 PM
Updated : 30 May 2015, 03:14 PM

ইউএস জিওলজিকাল সার্ভের তথ্য অনুযায়ী, ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে ৮৭৪ কিলোমিটার দূরে ৭০০ কিলোমিটার গভীর সমুদ্র তলদেশে।

ভূমিকম্প পরবর্তী কোন সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি।

স্থানীয় সময় ১৮:৩০ মিনিটে (১১:৩০ জিএমটি) ভূমিকম্পটি হয়। প্রায় এক মিনিট স্থায়ী ভূমিকম্পে টোকিওর ভবনগুলো ভয়ঙ্কর ভাবে কেঁপে ওঠে।

তবে তাৎক্ষনিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।