সারকোজির দলের নয়া নাম দি রিপাবলিকানস

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার রাজনৈতিক দলের নাম পরিবর্তন করেছেন। ইউনিয়ন ফর অ্যা পপুলার মুভমেন্ট (ইউএমপি) নাম পরিবর্তন করে তিনি নতুন নামকরণ করেন দি রিপাবলিকানস।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 05:40 AM
Updated : 30 May 2015, 05:40 AM

বিবিসি বলছে, শুক্রবার ফ্রান্সের প্রধান বিরোধীদলটি তাদের নতুন নামের প্রচারণা চালায় এবং দলটির ৮৩ ভাগ সদস্য এটি অনুমোদন করে।

তবে এই পদক্ষেপ ফ্রান্সে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। সমালোচকেরা বলছেন, ফ্রান্সের সবাই রিপাবলিকানস।

ধারণা করা হচ্ছে সারকোজি ২০১৬ সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন।

একটি জনমত জরিপে উঠে এসেছে, জনগণের প্রায় ৭০ ভাগ এবং ইউএমপি সমর্থকদের ৪০ ভাগ মনে করেন, কোনো রাজনৈতিক দলেরই ‘রিপাবলিকান’ লেবেল গ্রহণ করার অধিকার নেই।

বামপন্থি সমর্থকেরা আদালতে এই নামকরণের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তারা ফ্রান্স রেভ্যুলিউশনকে ধন্যবাদ জানিয়ে দাবি করেন, শুধুমাত্র সারকোজির ভোটার নয়, ফ্রান্সের প্রতিটি নাগরিকই রিপাবলিকান।

অবশ্য, আদালত এই নামকরণের ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন খারিজ করে দিয়েছে।

২০১২ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস সারকোজি বামপন্থি ফ্রান্সিস ওঁলাদের কাছে হেরে যান।