সিরিয়ায় একমাসে ৪৬৪ জনকে হত্যা আইএস’র

সিরিয়ায় ২৮ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত একমাসে ৪৬৪ জনকে মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)জঙ্গিরা।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 11:44 AM
Updated : 29 May 2015, 11:44 AM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এক বিবৃতিতে বলেছে, এর অর্ধেক হত্যাকাণ্ডই ঘটেছে ঐতিহাসিক নিদর্শনের নগরী পালমিরায়।

নিহতদের ১৪৯ জনই সাধারণ নাগরিক। এদের ১৪ জন শিশু, ১৩ জন নারী। পালমিরায় হত্যা করা হয়েছে ৬৭ জনকে।

তবে সিরিয়া কর্তৃপক্ষ এরই মধ্যে পালমিরায় নিহতের সংখ্যা এর চেয়েও বেশি বলে জানিয়েছে। ২০ এ মে থেকে কেবল পালমিরাতেই অন্তত ৪শ’ জনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এদের বেশির ভাগই নারী, শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষ।

সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে গত বছরের জুন থেকে আইএস এর হাতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬১৮ জনে।