জার্মানিতে ২য় বিশ্বযুদ্ধের বোমা: সরানো হল ২০,০০০ মানুষ

জার্মানির কোলোন শহরে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের আমলের এক টন ওজনের একটি বোমা খুঁজে পাওয়া গেছে। বোমাটি নিষ্ক্রিয় করতে এলাকার প্রায় ২০ হাজার মানুষকে অন্যত্র সরানো হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 01:21 PM
Updated : 28 May 2015, 01:21 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বোমা নিষ্ক্রিয় করার জন্য এত বিপুল সংখ্যক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ঘটনা এটিই প্রথম।

বুধবার স্কুল, কিন্ডারগার্টেন এমনকি শহরের একমাত্র চিড়িয়াখানাটিও বন্ধ রাখাসহ  রিহল এলাকার অবসরপ্রাপ্ত ও অক্ষম কেন্দ্রের এগারশ বাসিন্দাকেও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

রাইন নদীর মিউহাইম সেতুর কাছে শুক্রবার ওই বোমাটি পাওয়া যায়। বুধবার বিকালেই বোমাটি নিষ্ক্রিয় করার কথা ছিল।

এক বিবৃতিতে কর্মকর্তারা জানান, ওই সময়ে নৌপথ ও আকাশ পথ উভয়ই বন্ধ রাখা হয়।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, একটি পাইপলাইনের কাজ করার সময় ১৬ ফুট মাটির নিচে বোমাটির সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে বোমাটি আমেরিকার বানানো।

যেখানে বোমাটি পাওয়া গেছে তার চারপাশে এক কিলোমিটার এলাকা বিপজ্জনক ঘোষণা করা হয়েছে।

জার্মানিতে মাঝে মধ্যেই অবিস্ফোরিত বোমা খুঁজে পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয়ও করা হয়।

তবে ২০১০ সালে একটি বোমা নিষ্ক্রিয় করার সময় সেটি বিস্ফোরিত হয়ে তিনজন বোমা-নিষ্ক্রিয়করণ কর্মকর্তার মৃত্যু হয়েছিল।