গুলি থেকে বাঁচলেন লিবিয়ার প্রধানমন্ত্রী

অল্পের জন্য আততায়ীর গুলি থেকে প্রাণে বেঁচে গেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল-থিন্নি।  সরকারের বিরুদ্ধে একটি বিক্ষোভ চলাকালে এ হামলা হয় বলে জানিয়েছে সরকারের একটি সূত্র।

নিউজ ডেস্ক/আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 11:19 AM
Updated : 27 May 2015, 02:58 PM

লিবিয়ার পার্লামেন্টের অস্থায়ী সদরদপ্তর তবরুক শহরের বিমানঘাঁটি থেকে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়  তার গাড়িবহরে গুলি চালায় ঘাতক।সিনহুয়া বার্তা সংস্থাকে একথা জানিয়েছেন ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হামলা থেকে অক্ষত অবস্থায় বেঁচে গেলেও তার দেহরক্ষী আহত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে পার্লামেন্টের অধিবেশন বাতিল করার পর এ ঘটনা ঘটে।

চার বছর আগে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটলেও দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসেনি। দেশটিতে বর্তমানে দু’টি পার্লামেন্ট ও দু’টি সরকার রয়েছে। এর একটিকে আন্তর্জাতিক অঙ্গন স্বীকৃতি দিয়েছে।