বিমানের ইঞ্জিন বিকল ঘটনার তদন্ত

সম্প্রতি মধ্যআকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের দুটো ইঞ্জিনই বিকল হয়ে যাওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 09:29 AM
Updated : 27 May 2015, 09:29 AM

শনিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ৮৩৬ বিমানটি সিঙ্গাপুর থেকে সাংহাই যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে।

বিবিসি বলছে, উড্ডয়নের পর মাঝপথে এয়ারবাস এ৩৩০-৩০০ মডেলের বিমানটির দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। কিন্তু বিমানের পাইলট পুনরায় সেগুলো চালু করতে সক্ষম হন এবং নিরাপদে ১৯৪ জন আরোহী নিয়ে গন্তব্যে অবতরণ করেন।

অবশ্য এ ঘটনার পর প্রাথমিক পরীক্ষায় ইঞ্জিনগুলোতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে।

ইঞ্জিনগুলোর নির্মাণকারী প্রতিষ্ঠান রোলস-রয়েস এবং বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস বর্তমানে বিষয়টির তদন্তে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে কাজ করছে।

বিমান পরিবহন ইন্ডাস্ট্রিতে উড়োজাহাজের দুটো ইঞ্জিনই বিকল হয়ে যাওয়ার ঘটনা বিরল। কিন্তু পাইলটদের এমন পরিস্থিতির মুখোমুখি হলে করণীয়র ব্যাপারেও প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।