কাবুলে হামলা চালাতে গিয়ে ৪ তালেবান নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় একটি গেস্ট হাউজে হামলা চালাতে গিয়ে সশস্ত্র চার জঙ্গি নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 07:31 AM
Updated : 27 May 2015, 07:32 AM

বিবিসি বলছে, বেশ কয়েকটি দূতাবাস ও সরকারি ভবনের অবস্থান ওয়াজির আকবর খান জেলায়। সেখানে রাতভর অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লড়াই হয়।

তালেবান গোষ্ঠী জানিয়েছে, এই হামলা তারাই চালিয়েছে।

লড়াইটি অন্ততপক্ষে ছয়ঘণ্টা স্থায়ী হয়েছিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা রকেট প্রপেলড গ্রেনেড লঞ্চার ও অন্যান্য অস্ত্রসহ চড়াও হয়।

তবে হামলায় বেসামরিক ও সামরিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আইয়ুব সালাঙ্গি ট্যুইটারে বলেন, “একটি আরপিজি লঞ্চার ও তিনটি একে-৪৭ এবং একটি গ্রেনেড লঞ্চারসহ হামলা চালাতে আসা চারজন ওয়াজির আকবর খানে নিহত হয়েছেন।”

কাবুল পুলিশের প্রধান আবদুল রহমান রাহিমি বলেন, লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই চার অস্ত্রধারী নিহত হয়েছেন।